ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কচুয়ায় রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩০, ১১ মার্চ ২০১৬

কচুয়ায় রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কচুয়া ॥ কচুয়া পৌরসভার সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৫৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কচুয়া ব্যাংক শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ মজিবর রহমান, মোঃ শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন প্রমুখ। লাফার্জ সিমেন্টের দেশ সেরা এ্যাওয়ার্ড পেলেন সিলেটের বাবুল স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট বিভাগে এগিয়ে চলছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেড। ইতোমধ্যে সারাদেশের মধ্যে সেরা সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সিলেটের এজেন্ট বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা মোনায়েম খান বাবুলকে সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে এ্যাওয়ার্ড দেয়া হয়েছে। পাশাপাশি লাফার্জ সিমেন্টকে আরও সম্প্রসারিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ আখরি। বৃহস্পতিবার লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ আখরিসহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা আকস্মিক সিলেটের মেসার্স মোনায়েম খান বাবুলের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মোনায়েম খান বাবুলের হাতে দেশ সেরা প্রতিনিধির পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তারা আগামী দিনে লাফার্জ সিমেন্টকে সিলেট বিভাগে আরও সম্প্রসারিত করার জন্য ফলপ্রসূ বৈঠক করেন। এ সময় লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সেল্স ডিরেক্টর নবীন মালহোত্রা, সাপ্লাই চেন ডিরেক্টর আরিফ ভূইয়া প্রমুখ। বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১০ নং কূপের খনন কার্যক্রম শুরু বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর বাখরাবাদ গ্যাস ফিল্ডে ১টি নতুন কূপ (বাখরাবাদ-১০) খনন কার্যক্রম বুধবার শুরু হয়েছে। এ উপলক্ষে কূপ খনন এলাকায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ান ফেডারেশনের এধুঢ়ৎড়স ঊচ ওহঃবৎহধঃরড়হধষ ওহাবংঃসবহঃং ই.ঠ. এর মাধ্যমে কূপটি খনন করা হচ্ছে। দোয়া অনুষ্ঠানে বিজিএিফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ কামরুজ্জামান, কো¤পানির মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজিএফসিএলের বাখরাবাদ গ্যাস ফিল্ডের রিজার্ভয়ার স্ট্রাকচারে গ্যাস মজুদের পরিমাণ, স্ট্রাকচারের বিস্তৃতিসহ সার্বিক ভূতাত্ত্বিক কাঠামো নির্ণয়ের জন্য ‘এ্যাপ্রাইজাল অব গ্যাস ফিল্ডস (৩-ডি সাইমিক সার্ভে)’ প্রকল্পের আওতায় এডিবি অর্থায়নে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে ২১০ বর্গ কিমি এলাকায় ৩-ডি সাইসমিক সার্ভে কার্যক্রম সম্প্রতি পরিচালনা করা হয়।
×