ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন গণতন্ত্রকে মরণাপন্ন করেছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৩, ১০ মার্চ ২০১৬

নির্বাচন কমিশন গণতন্ত্রকে মরণাপন্ন করেছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন তার হীন কর্মকা-ের মধ্য দিয়ে গণতন্ত্রকে শয্যাশায়ী ও মরণাপন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিন নির্বাচন কমিশনেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে রিজভী বলেন, এ নির্বাচন কমিশনের নাম কালোতালিকায় থাকবে। তিনি বলেন, সরকারের মদদে গোটা নির্বাচনী ব্যবস্থা সন্ত্রাসী দুঃশাসনের ছায়ায় গ্রাস হয়ে আছে। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র হত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশে সম্মানিত বিচারকরা জুডিসিয়াস মাইন্ড নিয়ে রায় লিখতে পারবেন না অভিযোগ করে রিজভী বলেন, আইন ও তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, ক্ষমতাসীনদের ইচ্ছানুযায়ী রায় লিখতে হবে। ক্ষমতাসীনরা এটাই চায়। কারণ, ক্ষমতাসীন মন্ত্রীরা নিজেরাই বলেছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী রায় চান। আর তাদের প্রত্যাশা পূরণ না হলে প্রয়োজনে আদালত অবমাননা করে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বিরুদ্ধেও বিষোদগার করতে ছাড়েন না। তাদের ক্ষমতা মনে হয় রাষ্ট্রের সব অঙ্গের উর্ধে। তিনি বলেন, দেশের নিয়ন্ত্রণ এখন অপরাধীদের হাতে। গণতন্ত্রের অস্তিত্ব, আইনের শাসন এবং মানুষের নিরাপত্তা এখন বেআইনী কর্মকা-ে লিপ্ত বেপরোয়া ব্যক্তিদের হাতে। গণতন্ত্র এখন পালিয়ে বেড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত। রিজভী বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের পৈশাচিকতা ও বর্বরোচিত কর্মকা- আরও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। পিরোজপুর জেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সময় নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় গুরুতর আহত শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। সন্ত্রাসীদের হাতে নিহত শামসুল হকের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
×