ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও পুলিশসহ নিহত চার

প্রকাশিত: ০৪:২৩, ১০ মার্চ ২০১৬

সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও পুলিশসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে দুই শিশু, গোপালগঞ্জে পুলিশ ও মাগুরায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সাভার ও ফরিদপুরে ২৫ জন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নীলফামারী ॥ পৃথক দুর্ঘটনায় নীলফামারী সদরে ও সৈয়দপুর উপজেলায় আট বছরের দুই শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে নীলফামারী থেকে বগুড়াগামী এম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী বাজারে আট বছরের শিশু মনির হোসেনকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলে নিহত হয়। সে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সঠিপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। অপরদিকে একই দিনদুপুর দেড়টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল পানাতিপাড়া গ্রামে বেপরোয়া গতির ইটভাঁটির মাটিবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় আট বছরের শিশুকন্যা কাজল। ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কহিদুল ইসলামের মেয়ে। গোপালগঞ্জ ॥ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান মোল্লা নামে এক পুলিশ-কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মোটরসাইকেলযোগে কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ-ফাঁড়িতে যাওয়ার পথে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মাগুরা ॥ মঙ্গলবার রাত ১২টার দিকে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার কাটখালী বাজারে সড়ক দুর্ঘটনায় হাসমত হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছে। নিহত হাসমত হোসেন মাগুরা সদর উপজেলার বিল আকসি গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। নিহত হাসমতের আড়াই মাস বয়সী একটি ছেলে রয়েছে। সাভার ॥ সাভারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ‘সিএ্যান্ডবি’ বাসস্ট্যান্ড ও বিরুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা ‘জনসেবা’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ‘সিএ্যান্ডবি’ এলাকায় এসে থামে। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যায়। এ সময় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের অন্তত ১৮ জন আহত হয়। অপরদিকে এদিন সকালে সাভারের বিরুলিয়া বাজারে যাত্রীবাহী লেগুনা চাপায় ২ পথচারী গুরুতর আহত হয়। ফরিদপুর ॥ ভাঙ্গায় একটি চালভর্তি ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় সড়কের পাশের একটি দোকানে। এ ঘটনায় আহত হয়েছে ওই দোকানের মালিকসহ পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে ভাঙ্গা বাজার এলাকায় থানা রোডে।
×