ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিরপুরে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

ব্যাংক ঋণে নারীর ক্ষমতায়ন হচ্ছে ॥ গবর্নর

প্রকাশিত: ০৩:৫৭, ১০ মার্চ ২০১৬

ব্যাংক ঋণে নারীর ক্ষমতায়ন হচ্ছে ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, প্রতিনিয়ত মূলধারার অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত হচ্ছেন নারী উদ্যোক্তারা। আগে যেসব কাজ শুধু পুরুষরা করতেন, এখন তার অনেকগুলোই নারীরা শুরু করেছেন। তিনি বলেন, ২০১৫ সালে চৌদ্দ হাজার নারী উদ্যোক্তাদের অনুকূলে ১ হাজার ৩৫৭ কোটি টাকার পুনর্অর্থায়ন সুবিধাসম্পন্ন ঋণ বিতরণ করা হয়েছে। এ ঋণ নারীর মুক্তি, ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে উন্নয়নে সহায়তা করছে বলে জানান তিনি। বুধবার রাজধানীর মিরপুরে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৬’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নারী দিবস উদযাপনে বাংলাদেশ ব্যাংক চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এমএসএমই এবং নারী উদ্যোক্তাদের মাঝে আগের চেয়ে এখন বেশি ঋণ বিতরণ করছে। গত বছর সোয়া সাত লাখ উদ্যোক্তার মাঝে বিতরণকৃত ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকার ৫২ শতাংশই বিতরণ করা হয়েছে সাড়ে ছয় লাখ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে। এ ঋণের মধ্যে দেড় লাখের বেশি নারী উদ্যোক্তা পেয়েছেন ৪ হাজার ২শ’ ২৭ কোটি টাকা এবং সোয়া এক লাখ নতুন উদ্যোক্তা পেয়েছেন সাড়ে বিশ হাজার কোটি টাকা। ২০১৫ সাল পর্যন্ত পঞ্চাশ হাজার উদ্যোক্তাকে ৫ হাজার ২শ’ ৫৫ কোটি টাকা পুনর্অর্থায়ন করা হয়েছে, যার মধ্যে প্রায় সাড়ে ১৪ হাজার নারী উদ্যোক্তার অনুকূলে পুনর্অর্থায়ন করা হয়েছে ১ হাজার ৩শ’ ৫৭ কোটি টাকা। এই ঋণ নারীর মুক্তি, নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করছে। এই পুনর্অর্থায়ন সুবিধার সদ্ব্যবহার করা হলে নারী উদ্যোক্তারা আরও অধিকহারে ঋণ পাবেন। এ সময় গবর্নর ৪০টি ব্যাংকের উদ্যোগে ৪০ জন নারী উদ্যোক্তার হাতে ৭ কোটি ৫৬ লাখ টাকা ঋণের ডামি চেক তুলে দেন। বিবিটিএ প্রাঙ্গণের অনুষ্ঠিত চার দিনব্যপী এই মেলায় দেশের বিভিন্ন স্থানের অর্ধশত নারী উদ্যোক্তার তৈরি করা পণ্য প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, নারীদের মাঝে আরও বেশি ঋণ বরাদ্দের জন্য আজকেই আমি বাংলাদেশ ব্যাংকের বোর্ডে প্রস্তাব উপস্থাপন করব। তবে অনেক নারী উদ্যোক্তা বিভিন্ন জটিলতার কারণে ঋণ সুবিধার জন্য যথাযথভাবে আবেদন করতে পারেন না। আমি আশা করি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে সহায়তার জন্য এগিয়ে আসবে। তথ্যপ্রযুক্তির বিকাশের সুবিধা কাজে লাগিয়ে নারীদের ই-কমার্স ব্যবসায় জোর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক নারী উদ্যোক্তারা স্থানের অভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। ই-কমার্সে মাধ্যমে তারা চাইলে ঘরে বসে পণ্য বিক্রি করতে পারবেন। আতিউর বলেন, সরকার ‘রূপকল্প-২০২১’ এর মাধ্যমে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ব্যাংকিং খাতে নানা নতুন কৌশল গ্রহণ করেছি। মুদ্রাবাজার ব্যবস্থাপনা, মূল্য পরিস্থিতি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষ করে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কৌশলগত পরিকল্পনায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে গণ্য হয়েছে। এর মাধ্যমে আর্থিক সেবাবঞ্চিত সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে দ্রুত আর্থিক সেবার আওতায় আনতে আমরা উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে আমরা মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করে এ খাতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। এ সময় ড. আতিউর রহমান আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকা-ের প্রসার করতে আজকের অনুষ্ঠানে ও মেলায় অংশ গ্রহণকারী উদ্যোক্তাদের অধীনে কর্মরত কর্মীদের বেতন ভাতা প্রদানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম ব্যবহার করার আহ্বান জানান। এ ছাড়া তিনি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার প্রসারিত করতে ইন্টারনেটভিত্তিক মার্কেট ই-কমার্স চালু করার পরামর্শ দেন। এ জন্য বিশ্বের অন্যান্য দেশের অনলাইন বাজার ব্যবস্থাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গবর্নর নাজনীন সুলতানা, বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ও বিবিটিএর প্রিন্সিপাল কে এম জামশেদুজ্জামান।
×