ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএমডব্লিউর ১০০ বছর

প্রকাশিত: ০৪:১১, ৯ মার্চ ২০১৬

বিএমডব্লিউর ১০০ বছর

ছোট পরিসরের ইঞ্জিন নির্মাতা থেকে সময়ের পরিক্রমায় বিএমডব্লিউ আজ গাড়ি নির্মাণ শিল্পে প্রতিষ্ঠিত একটি নাম। ঠিক ১০০ বছর আগে জার্মান কোম্পানিটির পথ চলা শুরু। চলতি সপ্তাহে নানা কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি পালন করছে বিলাসবহুল এ গাড়ি নির্মাতা। প্রিমিয়াম গাড়ি নির্মাণের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে সফল কোম্পানির নাম বিএমডব্লিউ। ১৯১৬ সালের ৭ মার্চ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। কোন সন্দেহ নেই, এর পর থেকে কোম্পানিটির সাফল্যের লেখচিত্রটি সর্বদাই উর্ধমুখী রয়েছে। প্রথাগত জার্মান সফলতার চিত্রনাট্য মেনেই কোম্পানিটির ইতিহাসে একের পর এক স্বর্ণালী অধ্যায় যোগ হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার চীনের শ্লথগতিতে জাপানে দেউলিয়াত্বের ঘটনা বাড়ছে চীনের অর্থনীতির শ্লথগতির কারণে জাপানে দেউলিয়াত্বের ঘটনা বাড়ছে। এ কারণে এক বছরে জাপানের ৮০টি কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। চীনের অর্থনীতির শ্লথগতি জাপানসহ সারা বিশ্বে প্রভাব ফেলেছে। এ ধারায় চীনা বাজারে নির্ভরশীল বেশকিছু কোম্পানি এরই মধ্যে দেউলিয়াত্ব বরণ করেছে। চীনের অর্থনীতির গতি কমায় এসব কোম্পানির পণ্যের চাহিদা কমেছে। আবার চীনের শ্লথগতির কারণে অনেক কোম্পানির উৎপাদন ব্যয় বেড়ে গেছে। ২০১৫ সালের এপ্রিল থেকে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এসব কারণে দেউলিয়া হওয়া কোম্পানির সংখ্যা জাপানে ৮০। এসব কোম্পানির মোট দেনার পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলার। -অর্থনৈতিক রিপোর্টার
×