ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমান ফিডের সঙ্গে বেঙ্গল ফিশারিজের চুক্তি

প্রকাশিত: ০৪:০৮, ৯ মার্চ ২০১৬

আমান ফিডের সঙ্গে বেঙ্গল ফিশারিজের চুক্তি

বেঙ্গল ফিড এ্যান্ড ফিশারিজের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড। তৈরি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই চুক্তির আওতায় আমান ফিডের সরবরাহকৃত কাঁচামাল দিয়ে পণ্য তৈরির পর তা সরবরাহ করবে বেঙ্গল ফিড এ্যান্ড ফিশারিজ। আগামী ১১ মার্চ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত প্রতি মাসে ৭০০ মেট্রিক টন তৈরি খাবার আমান ফিডের কাছে সরবরাহ করবে বেঙ্গল ফিড। বেঙ্গল ফিড এ্যান্ড ফিশারিজের তৈরি খাবার আমান ফিডে সরবরাহের পর তা নিজস্ব বিতরণ পদ্ধতিতে সারাদেশে সরবরাহ করবে আমান ফিড লিমিটেড। চুক্তির মেয়াদের অর্থাৎ আগামী ১২ মাসে আমান ফিডের উৎপাদিত পণ্য বিক্রির পরিমাণ ৮ হাজার ৪০০ মেট্রিক টন বাড়বে বলে আশা করছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার মিউচুয়াল ট্রাস্টের সভা ১৫ মার্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। ওইদিন বিকেল সাড়ে ৪টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী সভাটি করবে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১২ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×