ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনভর যানজটে নাকাল রাজধানীবাসী

প্রকাশিত: ০৪:৩৫, ৮ মার্চ ২০১৬

দিনভর যানজটে নাকাল রাজধানীবাসী

স্টাফ রিপোর্টার ॥ দিনভর যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। পুলিশ বলছে, সড়ক অবরোধ, রাস্তা খোঁড়াখুঁড়ি, জলাবদ্ধতা, সমাবেশ, কনসার্টসহ নানা কারণে সোমবার যানজটের মাত্রা ছিল তুলনামূলক বেশি। তাছাড়া বরিবার অফিস শুরুর প্রথম দিন বিকেল থেকে ঝড় বৃষ্টি হওয়ায় অনেকে ঘর থেকে বের হতে পারেননি। তাই সকেল থেকে রাস্তায় বাড়তি গাড়ির চাপ বাড়ে। সব মিলিয়ে কিছু কিছু সড়কে হয়েছে যানজটের ভোগান্তি। যানজটের কারণে হাতিরঝিলের রাস্তায়ও হয়েছে দুর্ভোগ। দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা যায় যানবাহনগুলোকে। পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, এক গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয় মানুষ। সকাল সাড়ে ১০টা দিকে সড়ক অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তাদের অভিযোগ, রবিবার সকালে কাজীপাড়ায় এক গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। অথচ পুলিশ মামলা নেয়নি। হত্যা মামলা গ্রহণ ও হত্যাকারীদের বিচার দাবিতে রাস্তায় নামেন তারা। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, নিহত গৃহকর্মীর স্বজনদের মামলা গ্রহণের আশ্বাস দেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলেছে নিয়েছেন এলাকাবাসী। এ কারণে মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিভিন্ন রুটে দেখা দেয় যানজট। ঘণ্টাব্যাপী যাত্রীসহ যানবাহনগুলোকে আটকে থাকতে হয়েছে বলে জানান তিনি। এছাড়া সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলে দলে লোকজন সমাবেশস্থলে আসতে থাকেন। নেতাকর্মীরা হেঁটে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসায় অনেক সড়কে যানজট দেখা দেয়। পুলিশ নিয়ে ভীতির কিছু নেই ॥ ডিএমপি কমিশনার স্টাফ রিপোর্টার ॥ মানুষের মধ্যে এখনও পুলিশ ভীতি রয়েছে মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ নিয়ে ভীতির কিছু নেই। পুলিশ জনগণের জন্যই কাজ করে। এটা বোঝাতে কাজ করা হচ্ছে। রবিবার ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দেয়া যানবাহন হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, সব অপরাধ পুলিশের একার পক্ষে দমন সম্ভব নয়। কারণ পুলিশের সীমাবদ্ধতা রয়েছে। তবে পুলিশের সহায়তায় আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে পুলিশ আরও সক্ষমতা অর্জন করবে। এ সময় ইসলামী ব্যাংক ডিএমপিকে ২টি মাইক্রোবাস উপহার দেয়ায় আন্তরিক ধন্যবাদ জানান কমিশনার। ইসলামী ব্যাংক নিজেদের কোন সমস্যায় আইনী সহায়তায় ডিএমপি পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
×