ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো নাটক ‘বিত্তবাসনা’

প্রকাশিত: ০৩:৫৭, ৮ মার্চ ২০১৬

নির্মিত হলো নাটক ‘বিত্তবাসনা’

স্টাফ রিপোর্টার ॥ কাজী বজলুর রহমানের রচনা এবং ফিরোজ আহমেদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হলো বিশেষ নাটক ‘বিত্তবাসনা’। সম্প্রতি রূপগঞ্জের চিত্রপুরিতে নাটকটি শূটিং শেষ হয়েছে। বর্তমানে নাটকের সম্পাদনার কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্য, জয় রাজ, ডাঃ আবুল হোসেন, শাকিলা আক্তার ও শবনম পারভীন সহ আরও অনেকে। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে মানুষের মানবিক একটি বিষয় বিত্তের প্রতি মোহ। বিশেষ করে শহর অথবা গ্রাম, বিত্তবান হওয়ার নেশা প্রতিটা মধ্যবিত্তের নিউরনে বার বার ঘুরপাক খায়! জীবনের প্রতিটা ধাপেই সে আপ্রাণ চেষ্টা করে বিত্তবান হওয়ার। ফলে পাশের মানুষদের তার জন্য মেনে নিতে হয় চরম অবহেলা ও অপমান! বিত্তের মোহে পরে ব্যক্তি হিতাহিত জ্ঞান ভুলে শুধুই ছুটতে থাকে ফলে হারিয়ে যায় প্রিয়জন, অতৃপ্ত হয় মানবিক বাসনা! মোহগ্রস্ত হয় সংসারের গিন্নি, এলোমেলো হয় বাহ্যিক ক্রিয়াকলাপ। এমনই এক বাস্তবিক গল্পের গ্রামীণ হাস্যরূপ চিত্রায়িত হয়েছে রাজ্য মাল্টি মিডিয়ার ব্যানারে! নির্মাতাসূত্রে জানা গেছে সম্পাদনা শেষে নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচারের সম্ভাবনা রয়েছে।
×