ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেকিংয়ে থামার নির্দেশ উপেক্ষা

গাইবান্ধায় বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ৮ মার্চ ২০১৬

গাইবান্ধায় বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মার্চ ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের হাওয়াখানায় গোবিন্দগঞ্জ থানার পুলিশ রবিবার রাত দেড়টায় বাস-ট্রাক থামিয়ে হঠাৎ করে চেকিং শুরু করেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত কোচের ধাক্কায় ওবায়দুর রহমান (৪১) নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। সোমবার ভোর ৫টায় গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি গোবিন্দগঞ্জ থানায় ডেপুটিশনে ছিলেন। ওবায়দুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আবদুল ওয়াহেদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওবায়দুর রহমান গোবিন্দগঞ্জ থানার অন্য পুলিশ সদস্যদের সঙ্গে রবিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক থামিয়ে চেক করছিলেন। এ সময় একটি ঢাকাগামী বাসকে থামার সঙ্কেত দিলে ড্রাইভার তা উপেক্ষা করে দ্রুত বাসটি চালিয়ে যায়। এ সময় বাসের ধাক্কায় ওবায়দুর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওবায়দুরের মাথায় আঘাত লাগে এবং পাঁজরের হার ভেঙ্গে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে পুলিশ সদস্য ওবায়দুর রহমানের বাসচাপায় নিহতের ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেন। দিনাজপুরে পুলিশ সদস্য স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বোচাগঞ্জ উপজেলায় পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ পুলিশ সদস্য। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার ৩টার দিকে বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল লতিফ। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার এলাকার আবু হোসেনের ছেলে। আহতরা হলেন- এসআই রেজাউর রহমান, চালক কনস্টেবল সোহেল রানা, আব্দুল গফ্ফার ও বেলাল হোসেন। আহতদের মধ্যে কনস্টেবল বেলাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল আব্দুল গফ্ফার ভর্তি রয়েছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। নীলফামারীতে তিন স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলায় এক বৃদ্ধা, মহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নীলফামারী ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়া গ্রামের বুদ্দুর মোড় নামক স্থানে মহেন্দ্র ট্রাক্টর খাদে উল্টে পড়লে মহেন্দ্র চালকসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথে মহেন্দ্রের হেলপার পূর্বছাতনাই গ্রামের সাদেক আলী (২২) ও রংপুর মেডিক্যালে ভর্তি করার পর মহেন্দ্রে চালক একই গ্রামের আশরাফুল ইসলাম (৩৫) মারা যায়। অপরদিকে একই দিন দুপুরে পিকআপের ধাক্কায় আমেনা বেওয়া (৬৫) বৃদ্ধা নিহত হয়েছেন সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ নামক স্থানে। মেহেরপুরে শিক্ষিকাসহ ১৮ শিক্ষার্থী আহত নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকাসহ ১৮ জন আহত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর দীনদত্ত বিজে প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী বহনকারী একটি ভ্যান রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
×