ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় অঙ্গহানি শেরপুরে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৮, ৭ মার্চ ২০১৬

ভুল চিকিৎসায় অঙ্গহানি শেরপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ মার্চ ॥ শেরপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় অঙ্গহানির প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ ও কয়েকটি শিক্ষা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার দুপুরে শেরপুর নিউমার্কেট পায়রাচত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত ডাঃ শরীফুল ইসলাম শরীফ ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক অধ্যাপক ডাঃ কে কে কুন্ডুকে আগামী ১৫ দিনের মধ্যে গ্রেফতারের জন্য আল্টিমেটাম দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রীদাস। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলেও তিনি জানান। মুজিবনগরে ক্যাথলিক চার্চে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ মার্চ ॥ মেহেরপুরের মুজিবনগর ভবরপাড়া ক্যাথলিক চার্চ কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে চার্চের সিস্টারের হাত-পা বেঁধে প্রায় দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পুলিশ চার্চের দুই নৈশপ্রহরীসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো চার্চের নৈশপ্রহরী ব্রোনো ম-ল ও হারু ম-ল এবং ভবরপাড়ার বিকাশ ম-ল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সাভার নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, সাভারে একটি রড সিমেন্টের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে পৌর এলাকার তালবাগে এ ঘটনা ঘটে। জানা গেছে, ‘ঢাকা ট্রেড লিঙ্ক’ নামের ওই রড সিমেন্টের দোকানে তালা ভেঙ্গে ভোর রাতে ডাকাতরা দোকানে ভেতর প্রবেশ করে। এরপর ডাকাতরা ওই দোকানের ড্রয়ার ভেঙ্গে তিন লাখ টাকা, ২টি কম্পিউটারসহ অনুমান ছয় লাখ টাকার মাল লুট করে সঙ্গে নিয়ে আসা ট্রাকযোগে পালিয়ে যায়। বরিশাল স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, নগরীর সিএ্যান্ডবি রোডের ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ডিপোতে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা চার নৈশপ্রহরীকে কুপিয়ে প্রায় কোটি টাকাসহ মালামাল লুট করে নিয়েছে। জানা গেছে, রাত পৌনে দুইটার দিকে পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে সংঘবদ্ধ ডাকাতরা তাদের ভবনে প্রবেশ করে। ডাকাতরা নিরাপত্তার দায়িত্বে থাকা চার নৈশপ্রহরীকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আটকে রাখে। পরে ডাকাতরা ভল্ট ভেঙ্গে এক কোটি টাকা, কম্পিউটারের ১০টি হার্ডডিস্ক, সিসি ক্যামেরা এবং ওষুধ ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে যায়। আহত নৈশপ্রহরী মামুন, আসলাম, মহারাজ ও আবুল হোসেনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পার্বতীপুরে ১০ বাড়ি ছাই নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৬ মার্চ ॥ মনম্মথপুর ইউনিয়নের দেওয়ানীর বাজারে শনিবার গভীর রাতে অগ্নিকা-ে টিনশেডের ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। ৫০ হাজার টাকা, টিভি, ফ্রিজ, ধান চাল, গরু-ছাগল, হাঁস-মুরগীসহ কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে পার্বতীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। যাদের বাড়ি পুড়ে গেছে তারা হলেন মতিয়ার রহমান, হুমায়ন কবির, মোখলেসুর রহমান, শফিকুল ইসলাম, ফারুক হোসেন, ফয়জার রহমান, সুফিয়া বেগম, মোজাফ্ফর হোসেন, জাহাঙ্গীর আলম জুয়েল ও জাহেদুল। ফটিকছড়ি নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি থেকে জানান, লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে শনিবার রাতে অগ্নিকা-ে পাঁচ দোকান ভস্মীভূত হয়েছে। সংবাদ পেয়ে ফটিকছড়ি সদর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার সংলগ্ন নন্দগাঁও গ্রামে রবিবার ভোরে অগ্নিকা-ে ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোরে গ্রামের জুল্লুর পুত্র আরিফুলের ঘরে কয়েলের আগুন থেকে এর সূত্রপাত হলে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আইয়ুব আলী, সেলিম, জামাল, আমিনুল, সাগর, তৈয়মুর, জাকিরুল মানিরুলসহ আশপাশের ১৩টি পরিবারের ২০টি ঘর পুড়ে যায়। ভোলাহাটে স্কুল ভবন পরিত্যক্ত কমছে শিক্ষার্থী স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রায় ত্রিশ বছর আগে নির্মিত প্রাথমিক বিদ্যালয়টি এখন চরম সঙ্কটে। ইতোমধ্যেই পুরো ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কগ্রস্ত হয়ে ভবনে আর ক্লাস করছে না। তারা ক্লাস করছে খোলা আকাশের নিচে। এতে স্বাভাবিক পাঠদান বিঘিœত হওয়ার কারণে বহু শিক্ষার্থী স্কুলে আসে না। সরকারী প্রাথমিক এ বিদ্যালয়টির অবস্থান জেলার বিচ্ছিন্ন সীমান্ত এলাকা ভোলাহাট উপজেলায়। চামুশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে প্রকৌশল বিভাগ। তারপরই শিক্ষার্থী ও শিক্ষকরা ঘর ছেড়ে বাইরে। ফলে বড় ধরনের বিঘœ ঘটছে শিক্ষা কার্যক্রমে। এতে শিক্ষার্থীর সংখ্যাও প্রতিদিন কমছে। প্রধান শিক্ষক মোশাররফ জানান, পরিত্যক্ত ঘোষণার পর একাধিক চিঠি দেয়ার পরও কর্তৃপক্ষ নীরব রয়েছে। স্টামফোর্ডে স্টাফ সেমিনার সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল ‘এ রিফ্লেকশন অন দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট অব ঢাকা সিটি : কয়েস্ট ফর এ সল্যুশন’। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এটিএম জহুরুল হক। তিনি বলেন, ঢাকা শহরে যানজট কমানো অসম্ভব কিছু নয়। ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হলে ঢাকা শহরে লোকজনের বর্তমান পরিবহন দুর্ভোগ কমানো সম্ভব। Ñবিজ্ঞপ্তি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ রবিবার সকালে বরেন্দ্রর আমবাগান থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে এলাকাবাসী। জেলার গোমস্তাপুর উপজেলার মোকরমপুর সোনাদহ গ্রামসংলগ্ন একটি আমবাগান হতে মূর্তিটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাচার করার উদ্দেশ্যে মূর্তিটি আনা হয়েছিল। পুলিশ খবর পেয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার মূর্তিটি উদ্ধারের পর প্রতœতত্ত্ব বিভাগ নিয়ে যায়। বাল্যবিয়ে মুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোর কিশোরী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ঈমাম কাজী, পুরহিতসহ সকল মানুষের অংশগ্রহণে নীলফামারী সদরের সরঞ্জানী ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার বাবড়িঝাড় উিচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে এ ঘোষণা দেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। গণসমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী শপথবাক্য পাঠ করান।
×