ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রথম কালবৈশাখীর সঙ্গে ঝড়োবৃষ্টি

প্রকাশিত: ০৪:০৬, ৭ মার্চ ২০১৬

রাজশাহীতে প্রথম কালবৈশাখীর সঙ্গে ঝড়োবৃষ্টি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে মৌসুমের আগেই কালবৈশাখীর ঝড়োহাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার বেলা তিনটার পর হঠাৎ করে মেঘে আকাশ কালো হয়ে প্রথমে শিলাবৃষ্টি ও পরে বৃষ্টির সঙ্গে ঝড় বয়ে যায়। প্রায় ১৫ মিনিট ধরে বয়ে যাওয়া ঝড়ে বড় ধরনের কোন ক্ষতির খবর পাওয়া না গেলেও বেশ কিছু এলাকায় ঘরের চালা উড়ে যায়। বিভিন্ন সড়কের কিছু গাছপালার ডাল ভেঙ্গে পড়ে। নগরীর অদূরের কাশিয়াডাঙ্গা ও রাজাবাড়ি হাট এলাকায় অনেক বাড়ির টিনের চালা উড়ে গেছে। এদিকে মৌসুমের আগেই বৃষ্টি ও ঝড়ে জমিতে থাকা পেঁয়াজের বীজ ও গমের ক্ষতি হয়েছে। এছাড়া রাজশাহীর গাছে গাছে ফোটা আমের মুকুলও ঝরে পড়েছে। তবে কৃষক ও কৃষি বিভাগ জানায়, এ বৃষ্টিতে আমের খুব একটা ক্ষতি হবে না। শিলাবৃষ্টির পরিমাণ বেশি হলে গুটি আমের অনেক ক্ষতি হতো। ঝড়োবৃষ্টির সময় রাজশাহী অঞ্চল কিছুক্ষণের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লেও পরে স্বাভাবিক হয়। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এটি রাজশাহী অঞ্চলে মৌসুমের প্রথম কালবৈশাখী। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে বৃষ্টির সঙ্গে শিলার পরিমাণ খুব একটা ছিল না। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
×