ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিউচারিস্টিক পে ফোন

প্রকাশিত: ০৬:০৮, ৫ মার্চ ২০১৬

ফিউচারিস্টিক পে ফোন

ওয়াশিংটন পোস্ট নিউইয়র্ক নগরীতে ফিউচারিস্টিক, হাই-টেক পে-ফোন চালু হয়েছে। এর জন্য মোটেই কোন টাকাপয়সা পরিশোধ করতে হবে না। এই ফোনের সঙ্গে টাচস্ক্রিন ট্যাবলেট যুক্ত। ‘পে ফোন’ নামটার ব্যবহার যথার্থ হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, নগরীর লিংক এনওয়াইসি টার্মিনালগুলো এর মাধ্যমে ডোমেস্টিক কল করার সুযোগ দেবে। তবে সেই সঙ্গে ওয়েব সার্ফ করার, অনলাইন ম্যাপ বের করার এবং ৩১১ ও ৯১১ এর মতো সিটি সার্ভিসগুলোর সঙ্গে সংযোগ সাধন করতে দেবে। বিল্ট-ইন এডভার্টাইজিংয়ের বদৌলতে এ সবই পাওয়া যাবে বিনামূল্যে। এসব ফিচারের শক্তি যোগাচ্ছে এক গুচ্ছ এনড্রয়েড ট্যাবলেট যেগুলো প্রতিটি লিংক এনওয়াইসি টার্মিনালের ভিতরে নির্মিত। এই ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো অতি দ্রুতগতির গিগাবাইট ওয়াইফাই হটস্পট। বর্তমানে বিটা টেস্টিংয়ে ওয়াইফাই ফিচারের ডাউনলোড স্পিড দেখা গেছে প্রতি সেকেন্ডে ২৫০ মেগাবিট। বাড়িতে যে গতিতে পাওয়া যায় এটা সম্ভবত তার চেয়ের দ্রুতগুতির। লিংক এনওয়াইসির গোপন ব্যাপারটা হলো বেশ কিছু বিষয়ের একত্রে সমাবেশ। তবে বিজ্ঞাপন চালিত ব্যবসায় মডেল এটিকে অন্যগুলো থেকে আলাদা করে রেখেছে। নিউইয়র্ক অতি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রচুর লোক বাস করে সেখানে। কাজেই এসব লাখ লাখ সম্ভাব্য ব্যবহারকারীর ওপর বিস্তারিত উপাত্ত সংগ্রহ করার সুযোগটা কার্যত। অপ্রতিরোধ্য। অনলাইনে যাবার জন্য ফি দেয়ার পরিবর্তে ব্যবহারকারীদের একটা ই-মেইল ঠিকানা দেয়া হবে। লিংক এনওয়াইসি কোন সার্ভিস কতটা ভাল কাজ করবে সেটাই এখন দেখার বিষয়।
×