ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএল সানজামুলের ৬ উইকেট, শান্তর শতক

প্রকাশিত: ০৬:০২, ৪ মার্চ ২০১৬

বিসিএল সানজামুলের ৬ উইকেট, শান্তর  শতক

স্পোর্টস রিপোর্টার ॥ কোন সেঞ্চুরি হয়নি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পক্ষে। তবে তিন হাফসেঞ্চুরিতে ভালই জবাব দিচ্ছে তারা প্রথম ইনিংসে। লঙ্গারভার্সন ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে তারা ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে তুলেছে ৭ উইকেটে ৩৭৬ রান। আগের দিনই মুমিনুল হক সৌরভ ৮৯ রানে আউট হয়েছিলেন। এদিন অলোক কাপালি ৭৩, ইয়াসির আলী ৫৯ ছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন ৪৫ রান নিয়ে ব্যাট করছেন। তবু কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান এ ম্যাচে ২১২ রানে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। কিন্তু আজ আর একদিন বাকি এ ম্যাচটির। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি কোন দলই। সে কারণে নিশ্চিত ড্রয়ের পথেই যাচ্ছে চার দিনের এ ম্যাচ। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ৮ উইকেটে ৫৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। আরেক ম্যাচে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ভাল অবস্থানে আছে বিসিবি উত্তরাঞ্চল। আগের দিনের ৪ উইকেটে ২৪৭ রান নিয়ে খেলতে নেমে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৩৪১ রানে গুটিয়ে যায়। তুষার ইমরান ৯৬ রান করে সেঞ্চুরিবঞ্চিত হয়ে সাজঘরে ফেরেন। সানজামুল ইসলাম ১১৬ রানে নেন ৬ উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে দিনশেষে উত্তরাঞ্চল ৩ উইকেটে ২৩৭ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর অপরাজিত শতকের সুবাদে। ১৯২ রানে এগিয়ে গেছে উত্তরাঞ্চল। শান্ত ১৭৭ বলে ১৩ চারে ১০৫ রানে ব্যাট করছেন। ওপেনার জহুরুল ইসলাম ১৩৫ বলে ৭ চারে ৭৪ রান করে ফিরে যান।
×