ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে অব্যাহত দরপতন

প্রকাশিত: ০৩:৩৩, ২ মার্চ ২০১৬

পুঁজিবাজারে অব্যাহত দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজারে দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবারসহ টানা তিন কার্যদিবসই পুঁজিবাজারে দরপতনে শেষ হয়েছে লেনদেন। এই টানা পতনের কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের সার্বিক সূচকটি কমে আবারও সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে উভয় বাজারেই কমেছে লেনদেনের পরিমাণও। তবে পতনের দিনে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাত বিশেষ করে জীবন বীমা কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। শুধু তাই নয় রূপালী ও সানলাইফ ইন্স্যুরেন্স নামের দুটি কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি পুঁজিবাজারে দরপতনে শেষ হয়েছিল লেনদেন। এর পরই মঙ্গলবারেও আবার একই ধারা বজায় রয়েছে পুঁজিবাজারে। এর আগে সূচক কিছুটা বেড়েছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২২ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৪৬২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল এবং জাহিন স্পিনিং লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পাানিগুলো হলো : রূপালী লাইফ, সানলাইফ, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ডেল্টা লাইফ, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, ওয়াটা কেমিক্যাল, সন্ধানী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা ও জাহিন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, গ্লোবাল হেভি কেমিক্যাল, বাটা স্যু, জুটস স্পিনার্স, বিডি ল্যাম্পস, গ্রামীণফোন ও লিব্রা ইনফিউশন। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা। এদিন সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টি কোম্পানির, দর কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইডিএলসি, সিঙ্গার বিডি, প্রাইম লাইফ, ওরিয়ন ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক, আইটিসি, বিএসআরএম লিমিটেড ও জিপিএইচ ইস্পাত।
×