ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গবর্নর হতে চান এক ব্যবসায়ী!

প্রকাশিত: ০৩:৫৮, ১ মার্চ ২০১৬

গবর্নর হতে চান এক ব্যবসায়ী!

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গবর্নর হতে চান ববি ইমতিয়াজ কবির নামের এক ব্যবসায়ী। গবর্নর হওয়ার পূর্বে তিনি অবশ্য সরকারী কোন ব্যাংকের চেয়ারম্যান হতে চান। যিনি নিজেকে একজন লেখক দাবি করেন। গবর্নর পদে নিজেকে যোগ্য দাবি করে গোটা অর্থনীতি নিয়ে ২ শতাধিক ফর্মুলা তৈরি করেছেন এ ব্যবসায়ী। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের কাছে এক মেইল বার্তায় নিজের এ আগ্রহের কথা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে মোঃ ববি ইমতিয়াজ কবির জনকণ্ঠকে বলেন, গোটা অর্থনীতি নিয়ে আমি প্রায় ২ শতাধিক ফর্মুলা তৈরি করেছি। সেগুলোর বাস্তবায়নের জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গবর্নর হতে চাই। এক বাক্যে জানালেন, নিজিকে তিনি এই পদে যোগ্য মনে করেন। তবে তার আগে সরকারের যে কোন ব্যাংকে তিনি চেয়ারম্যান হতে চান। এজন্য বাংলাদেশ ব্যাংকের চার গবর্নর ও নির্বাহী পরিচালকদের কাছে এ আগ্রহের কথা প্রকাশ করে মেইল বার্তা পাঠিয়েছেন। মেইল পাঠানোর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ই-মেইল বার্তার মাধ্যমে আমি আমার আগ্রহের কথা জানিয়েছি। বিষয়টি বিবেচনা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় সিনিথিয়া মাল্টি ফাইবার লিমিটেড নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরির পরিচালক ছিলেন ববি ইমতিয়াজ কবির। পাশাপাশি লেখালেখি করছেন অর্থনীতি বিষয়ে। ই-মেইলে তিনটি বই প্রকাশের কথা উল্লেখ করা হলেও জনকণ্ঠের কাছে তিনি স্বীকার করেন, এ পর্যন্ত একটি বই প্রকাশ করেছেন। বইটির নাম ‘ফাইন্যান্স মেইড ইজি : ইনভেস্টমেন্ট গাইড’। অকপটে স্বীকার করলেন, বাকি দুই বই অর্থাভাবে প্রকাশ করতে পারেননি।
×