ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপীলের শুনানি ৩ মার্চ

তারেকের সমন লন্ডন ঠিকানায় পৌঁছেছে কি, জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

 তারেকের সমন লন্ডন ঠিকানায় পৌঁছেছে কি, জানতে চেয়েছেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে করা মামলার সমন লন্ডনের ঠিকানায় পৌঁছেছে কিনা তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপীলের শুনানির দিন ধার্য করার জন্য আগামী ৩ মার্চ পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে। রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ার পর উদ্ধার তৎপরতার অবহেলার কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপীল করেছে রাষ্ট্রপক্ষ। শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করেন চেম্বার জজ। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপীলের শুনানির দিন ধার্য করার জন্য আগামী ৩ মার্চ পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আগামী তিন দিনের মধ্যে তা নিশ্চিত করার জন্য ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপীলের শুনানির দিন ধার্য করার জন্য আগামী ৩ মার্চ পরবর্তী তারিখ ঠিক করেছেন হাইকোর্ট। দুদকের আইনজীবী এ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থপাচার (মানিলন্ডারিং) মামলায় তার খালাস পাওয়ার রায়ের বিরুদ্ধে দুদকের করা আপীলের পর ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। কিন্তু তিনি আজ পর্যন্ত আত্মসমর্পণ করেননি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ এ বিষয়ে ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দু’টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। ২০১৩ সালের ১৭ নবেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদ- দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদ-ের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপীল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপীল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এরপর গত ৩ জানুয়ারি হাইকোর্টে শুনানির দিন ধার্যের আবেদন জানায় দুদক। এ আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১২ জানুয়ারি তারেকের বিরুদ্ধে সমনে নোটিস জারির আদেশ দেন। স্থগিত চেয়ে আপীল ॥ রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ার পর উদ্ধার তৎপরতার অবহেলার কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপীল করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আগামী মঙ্গলবার চেম্বার জজ আদালতে শুনানির জন্য ঠিক করেছেন বলে জানান আইনজীবীরা। ক্ষতিপূরণ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আদালতে উপস্থাপন করার পরে সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। এর আগে (এ্যাডভোকেট অন রেকর্ড) রাষ্ট্রপক্ষের অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মামতাজ উদ্দিন ফকির জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে এ্যাডভোকেট মাহমুদা আক্তার ও অপরদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট হরিদাস পাল। কেন জামিন নয় ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জি কে গউছের আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী কে এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মোমতাজ উদ্দিন ফকির।
×