ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরোধী এমপির ওয়াকআউট সংসদে পেট্রোলিয়াম কর্পোরেশন বিল পাস

প্রকাশিত: ০৪:১১, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বিরোধী এমপির ওয়াকআউট সংসদে পেট্রোলিয়াম  কর্পোরেশন  বিল পাস

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধ্যাদেশ রহিত করে জাতীয় সংসদে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন-২০১৬ নামে একটি বিল পাস হয়েছে। রবিবার বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে ‘বিলে ভুল আছে’ দাবি করে এর প্রতিবাদে সংসদ থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। এ বিষয়ে আলোচনা উত্থাপনকালে স্পীকারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফখরুল ইমাম। তিনি বারবারই দাবি করেন, উত্থাপিত বিলে ভুল আছে। তিনি প্রতিমন্ত্রীকে তা বোঝাতে চাইলে প্রতিমন্ত্রী তা মানতে রাজি হননি। পরে তিনি বলেন, আমি সংসদে উপস্থিতি থাকতে একটি ভুল আইন পাস করবেন, সেটা হতে পারে না। তাই আমি সংসদ থেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছি। এরপর তিনি আসন ছেড়ে চলে যান। এর আগে ফখরুল ইমাম বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এ্যাক্ট-১৯৭৪ রয়েছে। এরপর আবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল-২০১৬ পাস করার প্রস্তাব করা হয়েছে। একটি আইনের মধ্যে আরেকটি আইন। এটা সম্পূর্ণ ভুল। এভাবে একটি ভুল আইন পাস করিয়ে নেবেন, প্রতিমন্ত্রী কোন বিবৃতি দেবেন না, তা হতে পারে না। ভুল সংশোধন না করে আইন পাস হলে আমি থাকতে পারব না। এ সময় স্পীকার তাঁকে উদ্দেশ্যে করে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্ডিন্যান্স-১৯৭৬ পৃথক একটি আইন।
×