ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নূর কামরুন নাহারের ‘জলের শরীর’

প্রকাশিত: ০৩:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

নূর কামরুন নাহারের ‘জলের শরীর’

সংস্কৃতি ডেস্ক ॥ বইমেলায় বের হয়েছে নূর কামরুন নাহারের কবিতার বই ‘জলের শরীর’। বইটি প্রকাশ করেছে বাংলা ঘর, পরিবেশক প্লাটর্ফম । প্রচ্ছদ শিল্পী রাজীব রায়। সম্প্রতি বইমেলায় এর মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী। গত দেড় দশক নূর কামরুন নাহার সাহিত্য চর্চা করে আসছেন। গল্প উপন্যাস এবং প্রবন্ধের পাশাপাশি তিনি কবিতাও লেখেন। ২০০৫ প্রকাশিত হয়েছিল তার প্রথম গ্রন্থ উপন্যাস ‘জলরঙে রাঙা আঁকা’ জলের শরীর তার দ্বিতীয় কাব্য গ্রন্থ । তার লেখায় জীবনের নানা অনুসঙ্গ এবং জীবনের বিভিন্ন বিচিত্রতা প্রকাশ পায়। জীবনঘনিষ্ঠ লেখক হিসেবে ইতোমধ্যেই তিনি পাঠকের দৃষ্টি আর্কষণ করেছেন।
×