ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে অনলাইনে খুচরা বিক্রি বেড়েছে ৩১ শতাংশ

প্রকাশিত: ০৪:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

চীনে অনলাইনে খুচরা বিক্রি বেড়েছে ৩১ শতাংশ

২০১৫ সালে চীনে অনলাইনে খুচরা বিক্রির পরিমাণ ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে, যা ২০১৪ সালের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেশি। ২০১৬ সালে দেশটিতে ভোক্তা-খরচের পাশাপাশি রফতানি আর বাড়বে বলে প্রত্যাশা দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নানা পদক্ষেপ নিয়েও দেশের প্রবৃদ্ধি বাড়াতে না পেরে বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যনির্ভর অর্থনীতি থেকে সরে এসে অভ্যন্তরীণ চাহিদাকেই গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। গত বছর দেশটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ২৪ দশমিক ৫ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০১৪ সালের তুলনায় ৭ শতাংশ কম। গত বছর কমেছে আমদানি-রফতানির পরিমাণও। -অর্থনৈতিক রিপোর্টার
×