ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে তিন শ’ ভরি স্বর্ণ লুট ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মীরসরাইয়ে তিন শ’ ভরি স্বর্ণ লুট ॥ প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুক্রবার সন্ধ্যার পর মীরসরাইয়ের বারইয়ারহাটে একদল সন্ত্রাসী বোমা ও ককটেল ফাটিয়ে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকান লুটের ঘটনায় শনিবার পর্যন্ত কেউ ধরা পড়েনি। পুলিশ বলছে, তারা ঘটনার ক্লু উদ্ঘাটনে জোরালো তদন্ত শুরু করেছে। ডাকাতির ঘটনার ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। সন্ধ্যায় মাগরিবের আজানের সময় এলাকার ব্যবসায়ীসহ মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদমুখী হন। ঠিক তখনই মীরসরাইয়ের বারইয়ারহাট বাজারের মসজিদ গলিতে শুরু হয় সশস্ত্র সন্ত্রাসীদের তা-ব। মার্কেটের প্রায় সকলেই নামাজ আদায়ে মসজিদে প্রবেশের পর বাজারের মসজিদ গলির সবচেয়ে বড় স্বর্ণের দোকান শামীম জুয়েলার্সের সামনে অতর্কিত হাজির হয় একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের এক গ্রুপ দোকানের অভ্যন্তরে প্রবেশ করে। আরেক গ্রুপ বাইরে অপেক্ষমাণ থাকে। এ সময় এলোপাতাড়ি বোমা ও ককটেল বিস্ফোরণ করে সন্ত্রাসীরা। আকস্মিক এ ঘটনায় দোকান কর্মচারী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে দোকান বন্ধ করে দেয়। আর এ সময় শামীম জুয়েলার্সের অভ্যন্তরে চলতে থাকে ডাকাতি। ডাকাতরা অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে বীরদর্পে চলে যায়। এ সময় ডাকাতদল অন্তত ২০ থেকে ৩০টি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে কেউ গুলিবিদ্ধ না হলেও ককটেল ও বোমার স্পিøন্টারের আঘাতে আহত হন বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী মোঃ শাহজাহান ও স্কুলছাত্র মোঃ অনিকসহ অন্তত ১০ জন। দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে কয়েক ডাকাতের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ডাকাতদল শামীম জুয়েলার্স থেকে কমপক্ষে তিন শ’ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে দোকান মালিক ও কর্মচারীরা জানিয়েছেন। ব্যবসায়ীদের মানববন্ধন ॥ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধন চলাকালে ব্যবসায়ী নেতারা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিহ্নত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
×