ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোমরা বন্দরে আমদানি নিষিদ্ধ ৭৬ টন মার্বেল পাথর আটক

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ভোমরা বন্দরে আমদানি  নিষিদ্ধ ৭৬ টন মার্বেল  পাথর আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শুল্ক ফাঁকির পাশাপাশি এবার ভোমরা বন্দর দিয়ে আনা আমদানি নিষিদ্ধ গ্রানাইট মার্বেল পাথরের বড় চালান ধরা পড়েছে। ভোমরা স্থলবন্দরের সুপার ও পরিদর্শকের স্বাক্ষর জাল করে এ মালামাল আনা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। প্রায় ৬ কোটি টাকার এ পাথর চার কাভার্ডভ্যানে করে পাচার করার সময় বন্দর সড়কের বাকাল এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভোমরা বিওপির সুবেদার হুমায়ন কবিরের নেতৃত্বে এ মার্বেল পাথর জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে পারেনি। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শরিফ আল-আমিন শনিবার বিকালে বলেন, মালামাল ছাড়কারী প্রতিষ্ঠান (সিএ্যান্ডএফ এজেন্ট) ওভারসিজ এ মালামাল ছাড় দেখানোর জন্য দুই কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া ম্যানুয়াল তৈরি করেছে বলে প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন। এ পাথর বন্দরের বাইরের এলাকা থেকে বিজিবি জব্দ করেছে। এ বিষয়ে ভোমরা বন্দর সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওর রাজু শনিবার সন্ধ্যায় বলেন, ওভারসিজ এজেন্টের লাইসেন্স নিয়ে ভোমরা বন্দরে কর্মরত মনিরুল ইসলাম ময়না এ মালামাল ট্রাকে লোড করে বলে বিজিবি সূত্রে তিনি জানতে পেরেছেন। সুপার ও পরিদর্শকের স্বাক্ষর জালিয়াতির পাশাপাশি ওভারসিস সিএ্যান্ডএফের মালিক ফিরোজা বেগমের স্বাক্ষরও জাল বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে শনিবার সন্ধ্যায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি দুটি ট্রাকে করে ভারত থেকে ৭৭,৫২০ কেজি গ্যালাক্সি গ্রানাইট স্লাব আনা হয়। শুক্রবার রাতে চারটি কাভার্ডভ্যানে করে এগুলো পাচার করার সময় বাঁশকল চেকপোস্টে তল্লাশি করে এ মালামাল জব্দ করা হয়। ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট মনিরুল ইসলাম ময়না, এমএম ওভারসিজ কোম্পানি ভোমরা এ ঠিকানায় মালামাল ছাড় করেছেন এবং এ ওভারসিজ এজেন্টের মালিক হলেন ২২ পুরানা পল্টন, ঢাকার একেএম ট্রেড লাইন লিমিটেড। বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, ভারত থেকে বিপুল পরিমাণ মার্বেল পাথর বৈধ কাগজপত্র ছাড়াই ভোমরা স্থলবন্দর এলাকা দিয়ে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল স্থলবন্দর সংলগ্ন বাঁশকল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চারটি কাভার্ডভ্যান ভর্তি ৭৬ টন মার্বেল পাথর জব্দ করা হয়। জব্দকৃত মার্বেল পাথরের মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
×