ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগ

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

কালকিনিতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ২৬ ফেব্রুয়ারি ॥ রমজানপুর ইউনিয়নে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নির্ধারণ করতে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বৃহস্পতিবার রাতে উত্তর রমজানপুর বাজারে অনুষ্ঠিত সভায় তারা যোগদান করে। ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রমজানপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক রাঢ়ী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক দুলাল বেপারী। সভায় উপস্থিত ছিলেনÑ ইউনুস বেপারী, সহ-সভাপতি রকিতুলা তুলা হাওলাদার, রেজাউল করিম ননী বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলিনুর তালুকদার ও কাজী শহিদুল ইসলাম। সাভারে তিন ছাত্রকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ ফেব্রুয়ারি ॥ সাভারে তিন স্কুলছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কটিয়াদীতে প্রবাসীর রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ কটিয়াদীতে বিদেশ ফেরত হারুন মিয়া (৪৪) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের বিদেশ ফেরত হারুন মিয়া বৃহস্পতিবার রাতের কোন এক সময় মারা যায়। রাতের বেলায় স্ত্রী রেহানার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে বিছানায় স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী একজন জানায়, হারুন মিয়া দীর্ঘদিন প্রবাসে থাকাবস্থায় সকল টাকা পয়সা তার স্ত্রীর নামে পাঠিয়েছে। দেশে ফিরে বেশ কয়েকদিন ধরে সেই টাকার হিসাব-নিকাশ ও সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী রেহানার সাথে স্বামীর মনোমালিন্য চলছিল। এ ঘটনায় স্ত্রীর প্ররোচনায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ দীর্ঘ ১ যুগ পর শনিবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে শরীয়তপুরে কেন্দ্রীয় নেতাকর্মী ও হেভিওয়েট মন্ত্রীরা আসবেন তাই ঘুম হারাম হয়ে গেছে স্থানীয় এমপিদেরও। সম্মেলনকে সার্থক ও সুন্দর করার জন্য উপজেলা পর্যায়ে দফায় দফায় সম্পন্ন হয়েছে দলীয় সংগঠনের বর্ধিত সভা। উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহরকে সাজানো হচ্ছে নতুন সাজে। জেলা শহর থেকে শুরু করে নিভৃত পল্লী এলাকাও ছেয়ে যাচ্ছে ব্যানার-ফেস্টুন-পোস্টারে। লক্ষ্মীপুর আইনজীবী সমিতিহাফিজ সভাপতি, নয়ন সম্পাদক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি পদসহ বিএনপি সমর্থিত ছয়টি, সাধারণ সম্পাদক পদসহ আওয়ামী লীগ সমর্থিত ছয়টি এবং জামায়াত সমর্থিত একজন নির্বাচিত হয়েছেন। সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন বাবুল, মোহাম্মদ নুরুল আলম, সহ-সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক প্রবীর মিত্র দেবনাথ, সদস্য প্রহলাদ চন্দ্র নাথ রবি।
×