ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোকোভিচের ৭০০তম জয়

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

জোকোভিচের ৭০০তম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মাইলফলক স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জয়ের ক্লাবে প্রবেশ করলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান খেলোয়াড়। দুবাই ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েই ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ জিতে নেন তিনি। সেই সঙ্গে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের আগে ৭০০তম কিংবা তারও বেশি ম্যাচ জয়ের ক্লাবে নাম লিখিয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। সুদীর্ঘ ক্যারিয়ারে ফেড এক্সপ্রেস এখন পর্যন্ত ১০৬৭ এবং স্প্যানিশ টেনিস তারকা নাদাল ৭৭৫ ম্যাচ জয়ের স্বাদ পান। মঙ্গলবার দুবাই ওপেনের দ্বিতীয় পর্বে ৬৫ মিনিট সময় ব্যয় করে প্রতিপক্ষেকে পরাজিত করেন। এদিন তিনি ৬-১ ও ৬-২ গেমে অবাছাই তিউনিশিয়ার মালেক যাজিরিকে রীতিমতো উড়িয়েই দেন। ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জয়ের পর দারুণ রোমাঞ্চিত দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচ। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘দশ বছর আগে থেকে টেনিস খেলছি। এই খেলাটিকে অনেক ভালবাসি এবং অনেক বেশি উপভোগ করি। আমি সবসময় চেষ্টা করি নিজের খেলার উন্নতি করতে এবং ভাল খেলতে। ৭০০তম ম্যাচ জয় করা অনেক বড় অর্জন। এমন অর্জনে আমি খুশি।’ এক দশক আগে টেনিসে যাত্রা শুরু করলেও নিজের সেরাটা খেলছেন এখন। বলা যায় ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। বিশেষ করে গত দুই মৌসুমে প্রতিপক্ষের বিপক্ষে হুমকি হয়ে উঠেছেন তিনি। গত মৌসুমেও টেনিস কোর্টে এককভাবে রাজত্ব করেছেন এই সার্বিয়ান। ফ্রেঞ্চ ওপেনে না হারলে ‘ক্যালেন্ডার সøাম’ জয়ের বিস্ময়কর কীর্তিটাও গড়ে ফেলতেন তিনি। তবে সেই সুযোগ এখনও রয়েছে তার। চলতি মৌসুমেও টেনিস কোর্টে রীতিমতো উড়ছেন তিনি। বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। এখন প্রয়োজন শুধু পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখা।
×