ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরাসরি বিনিয়োগ বাড়াতে ক্যানচ্যাম বিনিয়োগ বোর্ড চুক্তি সই

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সরাসরি বিনিয়োগ বাড়াতে ক্যানচ্যাম বিনিয়োগ  বোর্ড চুক্তি সই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরাসরি বিদেশী বিনিয়োগ বাড়াতে কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ক্যানচ্যাম বাংলাদেশ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিনিয়োগ বোর্ড। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার কার্যালয়ে বৃহস্পতিবার বিনিয়োগ বোর্ডের পক্ষে নির্বাহী সদস্য নাভাস চন্দ্র ম-ল এবং ক্যানচ্যাম বাংলাদেশের পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক মাসুদ রানা এই সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশের সঙ্গে যুক্ত ২৩টি বিদেশী চেম্বারকে ক্যানচ্যাম বাংলাদেশ আয়োজিত সম্মেলনে অন্তর্ভুক্ত করা হবে। তৌফিক-ই-ইলাহী বলেন, বিনিয়োগ বাড়াতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে দেশের নতুন শিল্পায়নের ক্ষেত্রে প্রধান সমস্যা জ্বালানি। এ সমস্যা সমাধানে সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদকে সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
×