ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

কৃষিঋণ বিতরণে মান ও লক্ষ্য পূরণের তাগিদ

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

কৃষিঋণ বিতরণে মান ও লক্ষ্য পূরণের তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিঋণ বিতরণে মান ও লক্ষ্যমাত্রা পূরণে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাগাদা দিল বাংলাদেশ ব্যাংক। এ সব তাগাদার মধ্যে রয়েছে ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ, মৎস্য চাষ এবং পশুপালনে ঋণ নিশ্চিত করা। বৃহস্পতিবার সকালে সকল বাণিজ্যিক ব্যাংকগুলোর কৃষি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠককালে এ তাগাদা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সকল বাণিজ্যিক ব্যাংককে কৃষিঋণ সেল গঠনে তাগাদা দেয়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। পাশাপাশি মাঠ পর্যায়ে ঋণ বিতরণে ভিন্ন কোন মত বা পর্যবেক্ষণ থাকলেও জানতে চাওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষে। কোন সুপারিশ থাকলেও জানতে চাওয়া হয়। বিশেষ করে কৃষিঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষক বা কৃষিপণ্য প্রক্রিয়াকরণে উদ্যোক্তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে-সে সম্পর্কে পরামর্শ চায় বাংলাদেশ ব্যাংক। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক। এ সময় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলো তৎপর বলে জানায় বৈঠকের একটি সূত্র। সূত্রটি জানায়, লক্ষ্যমাত্রার পূরণে ব্যর্থ ব্যাংককে সমপরিমাণ জরিমানার বিধান আছে। এ কারণে ব্যাংকগুলো বাধ্য হয়ে কৃষিঋণ বিতরণ করছে। দুএকটি বাণিজ্যিক ব্যাংক পুরো বছরের লক্ষ্যমাত্রা পূরণ করেছে ৮ মাসেই। কৃষিঋণ বিতরণ ভাল করছে এমন ব্যাংকগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, শাজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইন্টার্ন ব্যাংক ইত্যাদি। এর বাইরে আল-ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কোন কৃষিঋণ বিতরণ করতে পারেনি। এ জন্য এসব ব্যাংককে সতর্ক করা হয়। কৃষিঋণ বিতরণে ব্যর্থ এ সব ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে বিতরণের প্রতিশ্রুতি দিলেও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কোন সদুত্তর নিতে পারেনি।
×