ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ দণ্ড বহাল রাখার আর্জি রাষ্ট্রপক্ষের

মীর কাশেমের আপীলের চূড়ান্ত রায় ৮ মার্চ

প্রকাশিত: ০৫:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

মীর কাশেমের আপীলের চূড়ান্ত রায় ৮ মার্চ

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বাঙালী খান, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর আপীল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে ৮ মার্চ। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট আপীল বিভাগের এক নম্বর বেঞ্চ এ আদেশ প্রদান করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। মীর কাশেম আলীর মামলাটির রায় হবে আপীল বিভাগের ৭ম মামলা। এর আগে ছয়টি আপীল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। এর মধ্যে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। এছাড়া ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখে ৬ষ্ঠ আপীল মামলার রায় দেয়া হয়েছে গত ৬ জানুয়ারি। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দ-াদেশ কমিয়ে আমৃত্যু কারাদ- দিয়েছে আপীল বিভাগ। গত বছরের ৩১ ডিসেম্বর এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার পর সর্বোচ্চ সাজা পুনর্বহালের আরজিতে রাষ্ট্রপক্ষ আর খালাস চেয়ে আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানিয়েছে। এদিকে মীর কাশেমের মামলায় আপীলে ৭ কার্যদিবসে এ শুনানি শেষে বুধবার রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করা হয়। এর আগে শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২ মার্চ নির্ধারণ করা হয়। পরে দিন পরিবর্তন করে ৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়। আদালতের আদেশের পর উভয় পক্ষই বলেছেন তারা ন্যায়বিচার পাবেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর সর্বোচ্চ দ- বহাল রাখার আর্জি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বুধবার মীর কাশেমের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি উপস্থাপনকালে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে এ আর্জি জানান। অন্যদিকে আসামি পক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলী বেকসুর খালাস পাবেন বলে আমি আশা প্রকাশ করছি। তিনি বলেন, কোন সাক্ষ্যপ্রমাণ না থাকায় মীর কাশেম আলী বেকসুর খালাস পাবেন। আপীল বিভাগ প্রথমে ২ মার্চ রায়ের দিন ধার্য করেছিলেন। তবে প্রধান বিচারপতি সেদিন ঢাকায় থাকবেন না, তাই দিন পিছিয়ে দেয়া হয়েছে। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রায়ের দিন পুনর্র্নির্ধারণের কথা জানায় আদালত। বুধবার মীর কাশেমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষের পরে জবাবে আসামিপক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এর মধ্য দিয়ে আপীল বিভাগে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় রায় প্রদানের দিন ধার্য করে সর্বোচ্চ আদালত।
×