ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ইউপি নির্বাচন

সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে ব্যস্ত স্থানীয় নেতারা

প্রকাশিত: ০৪:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে ব্যস্ত স্থানীয় নেতারা

আহমেদ হুমায়ুন, চট্টগ্রাম অফিস ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার গ্রামীণ জনপদে শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের মহারণ। সম্ভাব্য মনোনয়ন প্রার্থীরা ব্যানার-পোস্টার লাগিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। দলীয় প্রার্থী বাছাইয়ে দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতারাও ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের অজান্তে তাদের বিষয়ে খবরা-খবর নিয়ে কেন্দ্রে নাম জমা দিচ্ছেন দুই দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। তবে একক প্রার্থী খোঁজে উভয় দলের স্থানীয় নেতারা হিমশিম খাচ্ছেন। প্রায় প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী বাছাইয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। ক্ষমতায় থাকায় দলীয় একক প্রার্থী বাছাই কিছুটা বেগ পেতে হচ্ছে আওয়ামী লীগ নেতাদের। বিএনপিতেও বিরাজ করছে কোন্দল। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) রয়েছে মোট ৩৮১টি। এর মধ্যে চট্টগ্রামে রয়েছে ১৯২টি ইউনিয়ন পরিষদ। কক্সবাজারে ৭১টি, খাগড়াছড়িতে ৩৮টি, রাঙ্গামাটিতে ৪৯টি এবং বান্দরবানে ৩১টি ইউপি রয়েছে। দুই ধাপে এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী ২২ মার্চ প্রথম ধাপে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় মিরসরাই, সন্দ্বীপ, সীতাকু- এবং কক্সবাজারের পেকুয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেকুয়ায় ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন সন্দ্বীপ ও সীতাকু- উপজেলার আরও ২১টি ইউপিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস কর্মকর্তা আবদুল বাতেন বলেন, আগামী ২ মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এদিকে আওয়ামী লীগে যারা মনোনয়নপ্রত্যাশী তাদের তালিকা তৈরি হচ্ছে। ইতোমধ্যে স্ব স্ব উপজেলার আওয়ামী লীগ নেতারা এ তালিকা চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, ইউপি নির্বাচনকে টার্গেট করে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের প্রার্থী যাচাই-বাছাই চলছে। জেলা কমিটি খসড়া তালিকা তৈরি করে দলের সভানেত্রীর কাছে পাঠাবে। এরপর দলীয় প্রধানই প্রার্থী চূড়ান্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অপরদিকে ইউনিয়ন পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা। সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও তাদের নেতাকর্মী-সমর্থকরা নির্বাচনী এলাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন।
×