ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পাঁচ কোম্পানির এমডি ও পরিচালকদের জরিমানা

প্রকাশিত: ০৪:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পাঁচ কোম্পানির এমডি ও পরিচালকদের জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং পরিচালকদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র পরিচালকদের এ জরিমানার আওতার বাইরে রাখা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিএসইসির ৫৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিগুলোকে এ জরিমানা করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোম্পানিগুলো হলো- হিল প্লান্টেশন, বিচ হ্যাচারি, এক্সসেলসিয়র ?সু, কাশেম সিল্ক মিল এবং কাশেম টেক্সটাইল মিল লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে হিল প্লানটেশন কোম্পানির এমডি ও পরিচালকদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময় মতো কমিশনে নিরিক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেয়া সিকিউরিটিজ আইনের স্পষ্ট লঙ্ঘন। ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা স্থগিত অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কোম্পানির পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কোম্পানির বোর্ড রুমে পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সম্মতি দেয়নি কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি। ফলে আগামী বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করতে পারবে না কোম্পানিটি।
×