ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সংসদে তাহজীব সিদ্দিকী

প্রধান বিচারপতিকে প্রতিদিন সংবাদের শিরোনাম দেখতে চায় না জাতি

প্রকাশিত: ০৮:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

প্রধান বিচারপতিকে প্রতিদিন সংবাদের শিরোনাম দেখতে চায় না জাতি

সংসদ রিপোর্টার ॥ প্রধান বিচারপতিকে প্রতিদিন সংবাদের শিরোনাম না হয়ে লোকচক্ষুর অন্তরালে নীরবে কাজ করার আহ্বান জানালেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। তিনি আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হাইকোর্ট প্রাঙ্গণে মিডিয়ার সামনে প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলারও সমালোচনা করেন। সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন তাহজীব আলম সিদ্দিকী। তিনি প্রধান বিচারপতিকে নীরবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। মানুষের শেষ আশ্রয়স্থল এবং সংবিধানেরও রক্ষক। জাতি প্রধান বিচারপতিকে প্রতিদিন কাগজের শিরোনামে দেখতে চায় না। আজ নারী অধিকার থেকে শুরু করে নির্বাচন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, নাগরিক অধিকারÑ সকল বিষয় নিয়ে প্রধান বিচারপতি প্রতিদিন সভা-সেমিনার না করলেও পারেন। এগুলোর জন্য সমাজে অনেক লোক আছেন। প্রধান বিচারপতি যতই বলবেন, ততই তা খানিকটা বিকৃত করে জনসমক্ষে উপস্থাপনের প্রবণতা বেড়ে যাবে। বেড়ে যাবে তার বিতর্কিত হওয়ার আশঙ্কাও। তাই বিচারালয়ের পবিত্রতা রক্ষার্থে এবং প্রধান বিচারপতির নিরপেক্ষতার স্বার্থেও লোকচক্ষুর অন্তরালে, নীরবে, নীরবেই কার্যকর ভূমিকা পালন করাই তার জন্য শ্রেয়। শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম উল্লেখ না করে তিনি বলেন, ইদানীংকালে অধুনা অবসরে যাওয়া আপীল বিভাগের এক বিতর্কিত বিচারপতি হাইকোর্ট প্রাঙ্গণে হৈচৈ বাধিয়ে, সাংবাদিকদের ডেকে প্রধান বিচারপতি এবং বিচারালয়কে তুলোধুনো করলেন। বিচারালয়ের পবিত্রতাকে কলুষিত করলেন। বিচারালয়ের সার্বভৌম ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, অথচ প্রধান বিচারপতি কোন কিছুই আমলে নিলেন না! তাহলে আমরা কি এটাই ধরে নেব, আইন সবার জন্য সমান নয়। বিচারপতিদের জন্য এক আইন, আর রাজনীতিবিদ, সুশীল সমাজের জন্য আরেক আইন!
×