ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্সেনালকে রুখে দিল হালসিটি

প্রকাশিত: ০৫:১২, ২২ ফেব্রুয়ারি ২০১৬

আর্সেনালকে রুখে দিল হালসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে এবার বেশ ভালই খেলছে আর্সেনাল। শীর্ষে থাকা লিচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ২। যে কারণে ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপেও ফেবারিটের তকমাটা মাখানো গানারদের গায়ে। কিন্তু সেই আর্সেনালই এবার বড় এক ধাক্কা খেল এফএ কাপে। শনিবার তুলনামূলক খর্ব শক্তির দল হালসিটির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। এর ফলে এফএ কাপের পঞ্চম রাউন্ডের বাধা পেরুতে গানারদের অপেক্ষাটা আরও একটু বেড়েছে। এদিন নিজেদের ঘরের মাঠ এ্যামিরেটস স্টেডিয়ামে হালসিটিকে আতিথ্য দিয়েছিল আর্সেনাল। এফএ কাপের পঞ্চম রাউন্ডের গুরুত্বপুর্ণ এই ম্যাচ দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত হয়েছিল প্রায় ৬০ হাজার দর্শক। কিন্তু হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে গানার সমর্থকদের। তাদের একবারও উল্লাস-উচ্ছ্বাসে মেতে উঠার সুযোগ করে দিতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। যদিওবা আর্সেনালের হয়ে মাঠে নামেন ডেভিড ওসপিনা, মারতেসাকার, ফ্লামিনি, ক্যাম্ববেল, ওয়েলব্যাক, থিও ওয়ালকট, অলিভার জিরাউড, এ্যালেক্সিস সানচেজ আর চেম্বালেইনের মতো সব তারকারাই। তাদের কেউই হালসিটির জালে বল জড়াতে পারেননি। বিশেষ করে হালসিটির গোলরক্ষকের কৌশলগত দক্ষতায়। এছাড়াও দুটি পেনাল্টির সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের দায়িত্বে থাকা রেফারি এম ডিন তা নাকচ করে দেন। ম্যাচ শেষের পরিসংখ্যানে দেখা যায় ৬৮.৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল গানাররা। তাই গোলের দেখা না পাওয়ায় ভক্ত-অনুরাগীরা রীতিমতো হতাশ। তাছাড়া একদিন পরই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ। যেখানে প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। হালসিটির বিপক্ষে ড্র করায় এখন বেশ সতর্ক হিসেবেই কাতালানদের আতিথ্য দেবে আর্সেনাল। মুলারের জোড়ায় জয় বেয়ার্নের স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা ধরে রাখার পথে কাক্সিক্ষত ছন্দে এগিয়ে চলেছে বেয়ার্ন মিউনিখ। শনিবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে পিছিয়ে পড়েও সহজ জয় পেয়েছে বাভারিয়ানরা। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় স্বাগতিক বেয়ার্ন ৩-১ গোলে পরাজিত করে অতিথি এসভি ডার্মস্টাটকে। বেয়ার্নের জয়ে অসাধারণ একটি গোলসহ জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড টমাস মুলার। অপর গোলটি করেন দারুণ ধারাবাহিক ফর্মে থাকা রবার্ট লেভানডোস্কি। এই নিয়ে বুন্দেসলিগার চলমান মৌসুমে নিজেদের মাঠে ১১ ম্যাচের সবকটিতেই জিতল বেয়ার্ন। দাপুটে জয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বেয়ার্ন। ৫৯ পয়েন্ট নিয়ে সবার উপরে পেপ গার্ডিওলার দল। এক ম্যাচ কম খেলা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৪৮। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের আগে বাড়তি আত্মবিশ্বাসও জুগিয়ে নিয়েছে জার্মান পরাশক্তিরা। আগামী মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে লড়বে বেয়ার্ন। ওয়াগনারের গোলে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় অতিথি ডার্মস্টাট। প্রথমার্ধে প্রাণান্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি মিউনিখের জায়ান্টরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুর্দান্ত দাপটে খেলতে থাকে তারা। ফলস্বরূপ বেয়ার্নকে ৪৯ মিনিটে সমতায় ফেরান টমাস মুলার। মাপা ভলিতে লক্ষ্যভেদ করেন জার্মানির এই ফরোয়ার্ড। ৭১ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন মুলারই। আর্টুরো ভিদালের উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে অতিথি গোলরক্ষককে কাবু করেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের এই ফরোয়ার্ড।
×