ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে সমাবর্তন রাষ্ট্রপতি যাচ্ছেন আগামীকাল

প্রকাশিত: ০৫:১০, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বাকৃবিতে সমাবর্তন রাষ্ট্রপতি যাচ্ছেন আগামীকাল

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতোমধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ে এখন উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবর্তন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শিক্ষাবিদ, গবেষক, প্রকৌশলী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ। রবিবার থেকে সমাবর্তনে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে। নির্ধারিত স্থান থেকে সমাবর্তনের কস্টিউম সংগ্রহ করে ঘোরাঘুরি, ফটোসেশন, স্মৃতিচারণ, সেল্ফি তোলা আর হৈহুল্লোড়ে মেতে উঠেছেন তারা। রবিবার সমাবর্তন র‌্যালির প্রথম মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ বছর সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার নয় শ’ ১৯জন স্নাতক, ২ হাজার আট শ’ ৫১জন ¯œাতকোত্তর ও ৩৮জন পিএইচডি শিক্ষার্থীকে মূল সনদপত্র এবং শিক্ষার্থীদের মধ্যে ১২১টি পদক ও গোল্ড মেডেল প্রদান করা হবে। এছাড়াও ষষ্ঠ সমাবর্তনের পর মূল সনদ পায়নি এমন ৪ হাজার আট শ’ ৮ জন শিক্ষার্থীকে মূল সনদ দেয়া হবে। সমাবর্তনের মূল অনুষ্ঠান ওই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এদিকে, ওই দিন ময়মনসিংহ শহর থেকে গাড়িযোগে সমাবর্তনে উপস্থিত হবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতির ‘হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউট’ নামে বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউটের উদ্বোধন করার কথা রয়েছে। সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
×