ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে ম্যাককুলাম তাণ্ডব

প্রকাশিত: ০৪:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ক্রাইস্টচার্চে ম্যাককুলাম তাণ্ডব

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচের ফল কি হবে, সময়েই তার উত্তর মিলবে। তবে যাকে ঘিরে এতো আয়োজন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই রাঙিয়ে দিলেন সেই ব্রেন্ডন ম্যাককুলাম। জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক! ২১ চার ও ৬ ছক্কায় খেললেন ১৪৫ রানের ‘টর্নেডো’ ইনিংস। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ৬৫.৪ ওভারে ৩৭০ রান করেছে স্বাগতিকরা। জবাবে দিন শেষে সফরকারী অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। ব্যক্তিগত ২৭ রান করে ক্রিজে ওপেনার জো বার্নস, ১৮ রান নিয়ে তার সঙ্গী উসমান খাজা। দুই টেস্টের সিরিজ বাঁচাতে এখানে জিততেই হবে কিউইদের। প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। ম্যাককুলাম যখন নামেন ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড। সেখান থেকেই শুরু অধিনায়কের প্রতি-আক্রমণ। মাত্র ৫৪ বলে করে ফেললেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এতোদিন যৌথভাবে ছিল ভিভ রিচার্ডস ও মিসবাহ-উল হকের দখলে। দু’জনেই খেলেছিলেন ৫৬ বল। এ্যান্টিগায় গ্রেট ভিভ রেকর্ডটা গড়েছিলেন ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৪-এ আবুধাবীতে মিসবাহ পেয়ে বসেছিলেন অস্ট্রেলিয়াকে। ব্যাট হাতে সেটিকে একান্তই নিজের করে নিলেন তুখোড় ম্যাককুলাম। সিরিজের প্রথম ম্যাচটা ছিল ক্যারিয়ারের শততম (টানা রেকর্ড) টেস্ট। ওয়েলিংটনে সাজঘরে ফিরেছিলেন ০ ও ১০ রানে। সেই অপূর্ণতা ঢেকে দেয়ার প্রতিজ্ঞা নিয়েই কি বিদায়ী ম্যাচে নেমেছেন? চাপের মধ্যেও কাল শুরু থেকেই অস্ট্রেলিয়া বোলারদের ওপর নির্দয় আক্রমণ চালিয়েছেন ম্যাককুলাম। নিজের দ্বিতীয় বলেই চার দিয়ে শুরু। ঝড়টা বেশি গেছে মিচেল মার্শের ওপর দিয়ে, অসি পেসারের এক ওভার থেকেই নিয়েছেন ২১ রান! জ্যাকশন বার্ডকে ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে হাফ সেঞ্চুরি। এরপর ব্যাট হাতে ম্যাককুলাম ছিলেন আরও বেপরোয়া। সেঞ্চুরির কাছাকাছি এসেও এতটুকু নার্ভাস দেখায়নি তাকে, বরং ৮২ থেকে জস হ্যাজলউডের ওভারে ১৮ রান নিয়ে ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। গড়েন নতুন রেকর্ড। তিন অঙ্ক ছুঁতে ১৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান। অর্থাৎ বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকেই ৮৮ রান তুলে নেন ম্যাককুলাম! চালান ৭৮ মিনিটের এক মহাতা-ব; সময়ের হিসেবে যা তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ৭৯ বলে ১২৪ মিনিটে যখন নাথান লেয়নের শিকারে পরিণত হন নামের পাশে তখন ১৪৫। ২১ চার ও ছক্কা ৬টি। টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা আগেই ম্যাককুলামের দখলে ছিল, এবার বিদায়ী টেস্টে সেঞ্চুরি! মারো অথবা মরো মন্ত্রে বিশ্বাসী ম্যাককুলামের আদর্শ ভিভ রিচার্ডস। উইন্ডিজ কিংবদন্তিকে ছাড়িয়ে তাই কিছুটা যেন বিব্রত কিউই অধিনায়ক, ‘তাকে আইডল মেনে বেড়ে উঠেছি। সত্যি বলতে ভিভকে ছাড়িয়ে যাওয়া আমার জন্য বিব্রতকর!’ এ রকম ইনিংস খেলতে ‘ভাগ্য’ লাগে বলেও মনে করেন তিনি। ম্যাককুলামের রেকর্ড সেঞ্চুরি ছাড়া ইনিংসে নিউজিল্যান্ডের হাফ সেঞ্চুরি দুটি (কোরি এ্যান্ডারসন ৬৬ বলে ৭২ ও বিজে ওয়াটলিং ৫৭ বলে ৫৮)।
×