ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে মন্দিরের জমি অবৈধ দখল উচ্ছেদ

প্রকাশিত: ০৪:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নড়াইলে মন্দিরের  জমি অবৈধ দখল  উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৯ ফেব্রুয়ারি ॥ নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার মহাশ্মশান কালীমন্দিরের শত বছর অবৈধ দখলে থাকা চার একর ৬৭ শতক জমি দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবীব তুফানের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ এ সময় উপস্থিত থেকে দখলমুক্ত করেন। জানা গেছে, কুড়িগ্রাম মৌজার ৯ একর ৩৪ শতক জমি জমিদার আমলে দুই ভাগে ভাগ করে মুসলমানদের কবরস্থানের জন্য এবং কুড়িগ্রাম এলাকার মহাশ্মশানের জন্য দান করেন। কবরস্থানের জমি সীমনাপ্রাচীর দিয়ে দখলে রাখলেও মহাশ্মশানের জমি এলাকার প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে ভোগ করে আসছিল। কুড়িগ্রাম মহাশ্মশান কালীমন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ ও সহ-সভাপতি কার্তিক সরদার বলেন, এলাকার প্রভাবশালীরা এখানকার জমি অবৈধভাবে দখল করে ভোগ করছিল। আজ আমাদের জমি আমরা দখলে নিয়েছি। ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবীব তুফান বলেন, কুড়িগ্রাম, দক্ষিণ নড়াইল, বেতবাড়িয়াসহ আশপাশের হিন্দুধর্মাবলম্বীদের লোকজন মারা গেলে এখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। কুড়িগ্রাম মহাশ্মশান কালীমন্দিরের চার একর ৬৭ শতক জমি হলেও এলাকার প্রভাশালীরা ভোগদখল করে আসছিল। প্রভাবশালীদের দখলে থাকা জমি মহাশ্মশান কালীমন্দির কমিটির লোকজনসহ স্থানীয় দুই শতাধিক নারী-পুরষ তাদের জমি দখলে নেয়। লালমনিরহাটে কৃষক পরিবারকে মামলা দিয়ে হয়রানি নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৯ ফেব্রুয়ারি ॥ অসহায় কৃষক পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অসহায় পরিবারটি শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে এসে তার পরিবার পরিজনদের ন্যায়বিচার পেতে সাংবাদিকদের সহায়তা কামনা করেছে। জানা যায়, জেলা সদরের খোর্দ্দসাপটানা (ঈমানগঞ্জ) গ্রামের মৃত আলীমুদ্দিনের পুত্র কৃষক আব্দুল গফুর ১১ বছর আগে তার দ্বিতীয় পুত্র ফেরদৌস আলীর সঙ্গে রংপুর জেলার পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের বিরাহিম গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ মনসুর আলীর কন্যা মনিরা বেগমের বিয়ে হয়। ছেলে ও পুত্রবধূকে নিয়ে সুখেই সংসার চলে আসছিল। এর মধ্যে পুত্রবধূর পিতা মুক্তিযোদ্ধা এক বছর আগে তার কন্যা ও জামাতাকে পৃথকভাবে বাড়ি করে দিতে বলেন। তার কথামতো নিজ বাড়ির আঙিনায় পৃথক বাড়ি করে দেয়া হয়। কৃষক আবুল গফুর জানান, সম্প্রতি মুক্তিযোদ্ধা তার মেয়ে ও মেয়ে জামাই (আমার ছেলে) ফেরদৌসের নামে সম্পত্তি লিখে চায়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিয়াই তার মেয়ে ও মেয়ে জামাই ফেরদৌসকে লালমনিরহাট হতে পীরগাছা নিজবাড়িতে নিয়ে যান। পরে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চলছে। এর মধ্যে তিনটি মামলাই ভুয়া প্রমাণিত হয়েছে। শুধু হয়রানি করতেই মিথ্যা অভিযোগ দায়ের করে চলছে। এ সময় উপস্থিত ছিলেন ও তার পরিবারের সদস্যারা। রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শুক্রবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেনÑপরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল, সিপিবি নেতা এইচ এম শাহাদৎ, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, ন্যাপ নেতা তপন রায়, প্লাটিনাম জুবিলী জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক নেতা মনির আহমেদ, ফারুখ-উল-ইসলাম, ব্যবসায়ী নেতা এস এম সোহরাব হোসেন প্রমুখ।
×