ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেলওয়ের দুই দিনব্যাপী ক্রীড়া শুরু

প্রকাশিত: ০৫:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রেলওয়ের দুই দিনব্যাপী ক্রীড়া শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে বৃহস্পতিবার শুরু হয়েছে রেলওয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায়ের ৮ দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন। রেলওয়ে সূত্রে জানা যায়, রেলের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথমদিন অনুষ্ঠিত হয় ১৫ ইভেন্টের খেলা। আজ শুক্রবার চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন। বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের উপদেষ্টা ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ মকবুল আহমেদ, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ খায়রুল আলম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী, উপ-পরিচালক জোবেদা আক্তার প্রমুখ। রেলের এই জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পলোগ্রাউন্ড পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, কর্মকর্তা, কর্মচারী ও শুভান্যুধায়ীদের মিলনমেলায়। ক্রীড়াবিদদের পদচারণায় মুখরিত হয় সুবিশাল পলোগ্রাউন্ড মাঠ। মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, রেলওয়ের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই পুরনো ঐতিহ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অতীতের প্রেরণা রেলওয়ের ভবিষ্যত অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
×