ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যরকম সোনম

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

অন্যরকম সোনম

নিত্য নতুন স্টাইলে সাবলীল উপস্থিতি তার। কিন্তু এবার তেমনটি হচ্ছে না। নতুন ছবি ‘নিরজা’য় অন্যভাবে হাজির সোনম কাপুর। লিখেছেন রোকো শ্রাবণ ‘আমি পুরস্কারের জন্য কাজ করি না। পুরস্কার পাবার চেয়ে নৈপুণ্য দেখানোই আমার কাছে গুরুত্বপূর্ণ। নিজের পরিচিতি নিয়ে আমি সন্তুষ্ট। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাজের উৎসাহ আর আত্মবিশ্বাস পাওয়ার ক্ষেত্রেই কেবল পুরস্কার গুরুত্বপূর্ণ।’ পূরস্কার পাবার জন্য এমন ছবিতে অভিনয় করেন কিনা প্রশ্নের জবাবে এভাবেই তার অবস্থান তুলে ধরেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। পুরস্কার পেতে কে না ভালোবাসে! হয়তো সোনম কাপুরও ভালোবাসেন। কিন্তু তিনি শুধুমাত্র পুরস্কার পাবার জন্যই অভিনয় করেন না। মুক্তি প্রতীক্ষিত ‘নিরজা’র নাম ভূমিকায় দেখা যাবে সোনমকে। ৩০ বছর বয়সী এই সুন্দরী এখন ব্যস্ত ‘নিরজা’র প্রচারণা নিয়ে। প্রচারের জন্য নিজের ‘ফ্যাশনিস্তা’ তকমাটি ব্যবহার করছেন না। প্রচারকৌশলে নিয়ে এসেছেন পরিবর্তন। সাক্ষাত করছেন মন্ত্রী ও আমলাদের সঙ্গে, কথা বলছেন ভারতের বীর সৈনিকদের নিয়ে আর শ্রদ্ধা জানাচ্ছেন দেশের জন্য বিভিন্ন সময় প্রাণ দেয়া সাহসী ব্যক্তিদের। তাই ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন সোনম। এতে ভক্ত ও অনুসারীদের তাদের ভয় ও তা থেকে উৎরে ওঠার গল্পের ভিডিও শেয়ার করার আহ্বান জানিয়েছেন ‘প্রেম রতন ধন পায়ো’ তারকা। এত কিছুর জন্যই সোনমকে নিয়ে এখন বলিউডে আলোচনাও হচ্ছে ভিন্নভাবে। বলিউডের ফ্যাশন সচেতন সোনম চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে নিরজাকে জানার কোন চেষ্টা বাকি রাখেননি। সোনম পদে পদে নিরজার প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা প্রকাশ করেছেন। প্রয়াত নিরজার জন্মদিনেও তাকে স্মরণ করেছেন সোনম। এই ছবিতে তিনি অভিনয় করেছেন নিরজা ভানোত নামের এমন এক ভারতীয় তরুণীর চরিত্রে, যিনি ছিনতাই হওয়া উড়োজাহাজের সকল যাত্রীর জীবন বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান। ১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে ছিনতাই হওয়া প্যান এ্যাম ফ্লাইট-৭৩ উড়োজাহাজে জঙ্গী হামলার সময় সাহসিকতার পরিচয় দেন ২৩ বছর বয়সী বিমানবালা নিরজা ভানোত। যাত্রীদেরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত জঙ্গীদের বুলেটে মারা যান তিনি। এই সত্য কাহিনীটি নিয়ে নির্মিত ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। মুক্তি পাবার আগেই পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। অভিযোগ- এতে পাকিস্তানকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। খুব শিগগিরই সোনম পরিচালকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন। পরিচালনায় নিজের দক্ষতা প্রকাশ করতে চান এই নারী। আহামরি প্রেম, যুদ্ধ, হিংসার গল্প নয়। নারীকেন্দ্রিক ছবি বানাবেন বলেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন সিদ্ধান্তের পেছনে যুক্তিও দাঁড় করিয়েছেন সোনম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি পরিচালক হতে চাই। আমার মনে হয়, এই ক্ষেত্রটিতে নারীদের আরও এগিয়ে আসা উচিত। একজন শক্তিশালী নারীর গল্প নিয়ে তাড়াতাড়িই একটি ছবির কাজ শুরু করব।’ তবে নারীকেন্দ্রিক ‘নিরজা’র ব্যবসার ওপরেই নির্ভর করছে তার পরিচালনায় আসার ব্যাপারটা, এমনটাই শোনা যাচ্ছে বলিউডপাড়ায়। রাম মাধবানি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২১ কোটি রুপী।
×