ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটন টেস্টে প্রথম দিনে নিউজিল্যান্ড ১৮৩, অস্ট্রেলিয়া ১৪৭/৩

প্রকাশিত: ২০:৫২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ওয়েলিংটন টেস্টে প্রথম দিনে নিউজিল্যান্ড ১৮৩, অস্ট্রেলিয়া ১৪৭/৩

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন আজ শেষ হয়েছে ওয়েলিংটনে । টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়ার বোলার হ্যাজলউড ৪, সিডল ৩ ও লিয়ন ৩ উইকেট্ নেওয়র ফলে তাদের বোলিং তান্ডবে নিউজিল্যান্ড ৪৮ ওভারেই ওলআউট হয়ে যায় ১৮৩ রানে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের পক্ষে ক্রেইগ ৪১ এবং এন্ডারসন ৩৮ রান করে। এক সময় নিউজিল্যান্ডের ৯৭ রানে ৭ উইকেট পড়ে যায়। লোয়ার ওযার্ডার ব্যাটসম্যানরা রান করার ফলে তাদের রান কিছুটা সন্মানজনক অবস্থায় পৌঁছায়। অস্ট্রেলিয়া তাদের ইনিংসের শুরুতে ৫ রানে দুই উইকেট হারালে কিছুটা বিপর্যয়ের মধ্যে পড়ে। তৃতীয় উইট জুটিতে উসমান খাজা ও অধিনায় স্মিথ দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। যদিও স্মিথ দুটি লাইফ পেয়ে ৭১ রানে আউট হয়ে যান। দিনশেষে অস্ট্রেলিয়া সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান। উসমান খাজা অপরাজিত আছেন ৫৭রানে। অস্ট্রেলিয়া ২য় দিন শুরু করবে ৩৬ রান পিছিয়ে থকে এবং হাতে আছে ৭ উইকেট। তাই অস্ট্রেলিয়া এই টেস্টে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই টেস্টের মাধ্যমে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্যান্ডন ম্যাককুলাম ১০০ টেস্ট খেলার যোগ্যতা লাভ করলেন। ১১ টি সেঞ্চুরি সহ এই খেলোয়াড়ের টেস্টে রান ৬২৭৩। যদিও এই ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছেন।
×