ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে নেই সিএনজি অটোরিক্সা ১৭০টি জব্দ

প্রকাশিত: ০৪:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

সড়কে নেই সিএনজি অটোরিক্সা ১৭০টি জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মিটারবিহীন সিএনজি অটোরিক্সার পাশাপাশি অনিবন্ধিত অটোরিক্সার বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ ও রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। মিটার সংযোজনের জন্য বেঁধে দেয়া সময়সীমা পার হওয়ার পর সোমবার মিটারবিহীন অটোরিক্সার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবারও ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৭০টির মতো অনিবন্ধিত অটোরিক্সা জব্দ করে তারা। পাশাপাশি ১৫০টির মতো সিএনজি অটোরিক্সাকে মিটার সংযোজন না করায় মামলা দেয়া হয়েছে। এর আগে অভিযানের প্রথম দিন সোমবার দিনভর অভিযান চালিয়ে ১ হাজার ৪২১টিকে মামলা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসান জানান, মালিক পক্ষকে বেঁধে দেয়া সময়সীমা পার হওয়ার আমরা মিটারবিহীন অটোরিক্সার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। মঙ্গলবারও অভিযান অব্যাহত রয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ১৭০টি অনিবন্ধিত অটোরিক্সা জব্দ করা হয়েছে। এছাড়া ১৫০টি সিএনজি অটোরিক্সাকে মামলা দেয়া হয়েছে। নগরীর সকল অটোরিক্সায় মিটার সংযোজন হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। যশোর হাসপাতালে অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ অজ্ঞাত মহিলার (৪০) মৃত্যু হয়েছে। কোন অভিভাবক না পাওয়ায় তার সঙ্গে থাকা ৪ বছর বয়সী কন্যা শিশুকে হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করেছেন। হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ওই শিশুকে তাদের সেল্টার হোমে রেখেছেন। শিশুটি তার নাম রুমি বাড়ি ময়মনসিংহ বলে জানালেও অন্য কোন আপনজনের নাম বলতে পারছে না। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ১০ জানুয়ারি দুপুর ১২টার দিকে এক যুবক অজ্ঞাত ওই মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই মহিলার সঙ্গে ছিল ৪ বছর বয়সী কন্যা শিশু। কোন আপনজন না থাকায় সরকারী ব্যবস্থাপনায় চিকিৎসা চলছিল। যশোর হাসপাতালের বার্ন ইউনিট না থাকায় মহিলা সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়েছে ওই মহিলাকে। তার শিশু কন্যাকে ওয়ার্ডে স্বাস্থ্যসেবী ও অন্য রোগীর লোকজন দেখভাল করছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ খানিকটা বিপাকে পড়েন। অজ্ঞাত ওই মহিলার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা গেলেও তার সন্তানের দায়িত্ব কে নেবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। নড়াইলের জল্লাদ ওমর গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২ ফেব্রুয়ারি ॥ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জবাইকারী রাজাকার জল্লাদ ওমর আলী শেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯৭১ সালে নড়াইল পিস কমিটির চেয়ারম্যান মাওলানা সোলায়মান ও তার সেকেন্ড ইন কমান্ড হারুন মোক্তারের নির্দেশে জল্লাদ ওমরসহ আরও কয়েকজন জজকোর্ট সংলগ্ন চিত্রানদীর লঞ্চঘাটের পল্টুনের ওপর নিয়ে অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী বাঙালীকে জবাই করে।
×