ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের

প্রকাশিত: ০৭:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

অকারণে দর বাড়ছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের

অস্বাভাবিকহারে শেয়ারদর বাড়ার কোন কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ইস্টার্ন লুব্রিক্যান্টসের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ারদর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ কার্যদিবস যাবত টানা বাড়ছে এ কোম্পানির শেয়ারদর। গত ১৪ জানুয়ারি এ শেয়ারদর ছিল ৩০০ টাকা। আর ৩১ জানুয়ারি এ শেয়ারের লেনদেন হয়েছে ৭২৩.৬০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪২৩.৬০ টাকা বা ১৪১.২০ শতাংশ, যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবেন বেঙ্গল উইন্ডসোরের পরিচালক বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের একজন পরিচালক শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, আরিফা কবির নামের এই পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে কোম্পানির মোট ২ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৬৯৬ শেয়ার রয়েছে। এর মধ্যে উপরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচবেন তিনি। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে শেয়ারগুলো বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×