ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি

১০ ঘণ্টা বন্ধ থাকার পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৫:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

১০ ঘণ্টা বন্ধ থাকার পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জনকণ্ঠ ডেস্ক ॥ দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৯ টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে রবিবার রাত ১১টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে সহস্্রাধিক যাত্রী নিয়ে ৯টি ফেরি এবং পদ্মা, মেঘনা ও ধলেশ্বরীসহ জেলার বিভিন্ন নৌপথে চলাচলকারী তিন শতাধিক নৌযান আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে নৌযানগুলো নিজ নিজ গন্তব্যে রওনা দেয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে অসংখ্য পণ্যবাহী ট্রাক, বাসসহ, ছোট-বড় যানবাহন আটকা পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। আর যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। একই সময় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, রবিবার রাত ১১টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
×