ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবুও মুক্তি পাচ্ছে ইংরেজী নামে চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৬

তবুও মুক্তি পাচ্ছে ইংরেজী নামে চলচ্চিত্র

সাজু আহমেদ ॥ বছর ঘুরে আবার এলো বাংলা ভাষার মর্যাদা রক্ষার মাস ফেব্রুয়ারি। এ মাস এলে অনেকেরই বাংলা ভাষার প্রতি দরদ আর ভালবাসার বহির্প্রকাশ দেখা যায়। সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ যেন শুধু এ মাসকেই ঘিরে। বলা হয়ে থাকে এ উদ্যোগ কেবল কাগজে কলমেই যেন সীমাবদ্ধ। বিশেষ করে চলচ্চিত্রে বাংলাভাষার ব্যবহারে সরকারী নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। এমনকি সরকারী নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও ইংরেজী নামে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এর আগে একাধিক পরিচালকের ইংরেজী নামে চলচ্চিত্র মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় খোদ ফেব্রুয়ারি মাসে ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সুইটহার্ট’। শনিবার ইউটিউবে চলচ্চিত্রটির চার মিনিট ব্যাপ্তির ট্রেইলার মুক্তি দেয়া হয়েছে। ভাল গল্পের অভাবে দেশীয় চলচ্চিত্র যখন মার খাচ্ছে, বিশেষ করে রূপালী পর্দায় যখন এ্যাকশনধর্মী চলচ্চিত্রের জোয়ার বইছে ঠিক সেই সময় ইংরেজী নামের অভিযোগ নিয়ে মুক্তি পাচ্ছে ‘সুইটহার্ট’। তবে আশার কথা চলচ্চিত্রটির গল্প একটু হলেও ব্যতিক্রম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ট্রেইলার দেখে বোঝা গেছে আবেগ আর নাটকীয়তায় পরিপূর্ণ জমজমাট এক রোমান্টিক গল্পের ইঙ্গিত দিচ্ছে চলচ্চিত্রটি। যা দর্শকদের কাছে উপভোগ্যই হবে। চলচ্চিত্রের কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী, বিদ্যা সিনহা মিম এবং রিয়াজ। এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর রোমান্টিক ইমেজে ফিরেছেন রিয়াজ। এর আগে ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন মিম। ‘সুইটহার্ট’ চলচ্চিত্রে লাস্যময়ী তরুণী প্রিনিলার চরিত্রেও মিমকে অনবদ্য মনে হয়েছে। প্রেমের জরে কাবু এক যুবকের ভূমিকায় বাপ্পীকেও যুতসই মনে হয়েছে। চলচ্চিত্রের গল্প বিদ্যা সিনহা সাহা মিম, বাপ্পী ও রিয়াজ অভিনীত চলচ্চিত্রের গল্প ত্রিভুজ প্রেমকে ঘিরে। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বর্ষীয়ান অভিনেত্রী দিতি ও শম্পা রেজাকে। আরও আছেন প্রবীর মিত্র, খোরশেদুজ্জামান উৎপল। চলচ্চিত্রের ট্রেইলারে দেখা গেছে নায়ক-নায়িকার দেখা হওয়া আর প্রেমে পড়ার গল্প, তবে কিছুটা ভিন্নভাবে। নেই কোন খলচরিত্রের উপস্থিতি। তবে তিন কেন্দ্রীয় চরিত্রের নানা টানাপড়েন তাদের সুখময় অন্তের পথে বাধা হয়ে দাঁড়ায়। একজন খ্রিস্টান, আরেকজন মুসলমান। তবুও প্রিনিলা এবং জিসান বাধা পড়ে ভালবাসার ডোরে। ওদিকে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী রিচার্ডের সুইটহার্ট হতে পারে কেবল একজনই প্রিনিলা। কিন্তু তাদের মাঝখানে অতীত দাঁড়িয়ে আছে দেয়াল হয়ে। সেই সঙ্গে ধর্মীয় বিভেদের বেড়াজাল এমনই এক জটিল প্রেমের গল্প তুলে ধরা হয়েছে ‘সুইটহার্ট’ চলচ্চিত্রে। দীর্ঘদিন পর এই চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন জেমস। আরও গান গেয়েছেন ন্যান্সি, হাবিব, হৃদয় খান। ভালবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। তবে এর দুদিন পরই ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘হিরো ৪২০’। নুসরাত ফারিয়া-ওম-রিয়া সেন অভিনীত চলচ্চিত্রটির সঙ্গে ‘সুইটহার্ট’ চলচ্চিত্রের প্রতিযোগিতা হবে। সব শেষে বলা যায় ব্যতিক্রমী গল্প, নির্মাণশৈলী, শিল্পীদের অভিনয় সব মিলে ‘সুইটহার্ট’ চলচ্চিত্রটি দর্শকদের চাহিদা পূরণে সক্ষম হবে সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×