ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায় দ. আফ্রিকার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪২, ১ ফেব্রুয়ারি ২০১৬

বিদায় দ. আফ্রিকার কোয়ার্টার ফাইনালে  বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নাজমুল হোসেন শান্ত যেন উড়ছেন। একের পর এক ইনিংসে ঝলক দেখাচ্ছেন। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলার পর রবিবার অপরাজিত ১১৩ রানের ইনিংস খেললেন। তার এ দুর্দান্ত ব্যাটিংয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে জিতে সুপার লীগের কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করল বাংলাদেশ। এ শতকটি করে শান্তও অনুর্ধ-১৯ ক্রিকেটে একদিনের ফরমেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন। ৫৪ ম্যাচে ৩৮.৮২ গড়ে এখন শান্তর রান ১৭৪৭। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জেতে স্কটল্যান্ড। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে পারার সুযোগটি কাজে লাগায় বাংলাদেশ। শান্তর ১১৭ বলে ১০ চারে করা অপরাজিত ১১৩ রানের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা ৫১ রানে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। জবাবে মোহাম্মদ সাইফুদ্দিন (৩/১৭) ও সালেহ আহমেদ শাওনের (৩/২৭) বোলিং তোপে ৪৭.২ ওভারে ১৪২ রান করতেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে তিনবার গ্রুপ পর্ব পেরিয়ে সুপারলীগ খেলেছিল বাংলাদেশ। এবার চতুর্থবারের মতো সেই অর্জন আবারও জুটল। একইদিনে নামিবিয়ার বিপক্ষে ২ উইকেটে হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দল। বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে নামিবিয়াও সুপার লীগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। অবশ্য ম্যাচটিতে বাংলাদেশ যে জিতবে তা যেন অনুমিতই ছিল। তাই ম্যাচে জয়ের চেয়ে বেশি শান্তকে নিয়েই আলোচনা হচ্ছে। গত ২৫ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ ছিল বলেই তাকে একটু বিশ্রাম দিয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার কারণটাও খুব স্পষ্ট। দলের সেরা ব্যাটসম্যানকে বাঁচিয়ে রাখা হয়েছিল মূল পর্বের জন্য। ফলটাও পাওয়া যাচ্ছে হাতে নাতে। প্রথম ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকান যুবাদের হারিয়ে দিয়েছিলেন শান্ত। এবার শতকই পেয়ে গেলেন। ১৭ রানের মধ্যে দুই ব্যাটসম্যানকে বিদায় নিতে দেখেছেন ড্রেসিংরুম থেকে। উইকেটে নেমেছিলেন আকাশসমান চাপ মাথায় নিয়ে। এরপর তৃতীয় উইকেট জুটিতে ওপেনার সাইফ হাসানকে সঙ্গে নিয়ে করেছেন ১০১ রানের ঘুরে দাঁড়ানো এক জুটি। সাইফ হাফ সেঞ্চুরি থেকে এক রান বাকি থাকতে মিশেল রাওয়ের বলে বোল্ড হয়ে ফিরে গেলেও টিকে ছিলেন শান্ত। যুব ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়ার সঙ্গে সঙ্গে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। যুব ক্রিকেটের একদিনের ক্রিকেটের ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক। এতদিন যুব ৪০ ম্যাচে ১৬৯৫ রান করা পাকিস্তানের সামি আসলাম ছিলেন সবার ওপরে। আসলামকে ছাড়িয়ে গেলেন শান্ত। শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ যুব দল টানা দুই ম্যাচে জিতেছে। কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে। এমন অর্জনে যুবারা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকেও পাচ্ছেন শুভেচ্ছা। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য খুলনায় ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফেরার পথেই ফেসবুকে যুবাদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম ও পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফ্যান পেজে এই শুভেচ্ছা জানান। সাকিব তার অফিসিয়াল ফ্যান পেজে যুবাদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আবারও জয় ছিনিয়ে আনল আমাদের তরুণ টাইগাররা, নাজমুল হোসেন শান্তকে তার ১১৩ রানের জন্য ধন্যবাদ।, তাদের অগ্রগতির জন্য রইল শুভ কামনা।’ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম তার পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমাদের ছোট বাঘদের। এগিয়ে যাও তোমরা। বিশেষ করে শান্ত এবং মিরাজ।’ বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিনও যুবাদের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সহজ জয়! বাংলাদেশ জিতে গেল ১১৪ রানে। অভিনন্দন ছোট টাইগাররা।’ এ উচ্ছ্বাসের মাঝে আছে দুঃসংবাদও। ডানহাতি অফস্পিনার সঞ্জিত সাহার বিশ্বকাপ শেষ হয়ে গেল। শঙ্কাটা ছিল মাঠে নামার আগেই। ব্যতিক্রমী বোলিং এ্যাকশনে সন্দেহ ছিল টিম ম্যানেজমেন্টেরও। প্রথম ম্যাচেই তাই ধরা। অনুর্ধ-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে আলো ছড়ানো বাংলাদেশের স্পিনার সঞ্জিত সাহার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপরেই নিয়মানুযায়ী বোলিং এ্যাকশনের ভিডিও বিশ্লেষণ করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। পরে রবিবার আইসিসির ওয়েবসাইটে জানিয়ে দেয়া হয়, সঞ্জিতের বোলিং এ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল থেকে জানানো হয়, বোলিংয়ের সময় সঞ্জিতের বৈধ সীমা ১৫ ডিগ্রীর বেশি ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে তা দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত হয়। ফলে নিয়মানুযায়ী আন্তর্জাতিক কোন ম্যাচে বোলিং করতে পারবেন না সঞ্জিত। বাংলাদেশের হয়ে বিশ্বকাপটাও তাই খেলা হচ্ছে না তার। ফলে রবিবার এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামেননি সঞ্জিত সাহা। সঞ্জিতের সামনে এখন বোলিং এ্যাকশন শোধরানোর মিশন। আইসিসি অনুমোদিত ল্যাবের পরীক্ষাতে বোলিং এ্যাকশন বৈধ প্রমাণ হলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন সঞ্জিত সাহা। সেই পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না। এটি বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই। তবে আপাতত কোয়ার্টার ফাইনালে ওঠা, শান্তর সর্বোচ্চ রানের রেকর্ড ও সামনে কিভাবে আরও এগিয়ে যাওয়া যায়, তা নিয়েই সবার ভেতর ভাবনা কাজ করছে।
×