ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তি ও মৈত্রীর আহ্বানে জাতীয় কবিতা উৎসব আজ শুরু

প্রকাশিত: ০৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৬

শান্তি ও মৈত্রীর আহ্বানে জাতীয় কবিতা উৎসব আজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ শান্তি ও মৈত্রীর আহ্বানে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। ১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সূচনা হওয়া উৎসবটির এবার পদার্পণ ত্রিশতম বছরে। দুই দিনব্যাপী উৎসবের সূচনা হবে আজ সকালে। এবারের সেøাগান ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’। উৎসব আঙ্গিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন আয়োজক সংগঠন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। উদ্বোধনী আনুষ্ঠানিকতার আগে পরিষদের পক্ষ থেকে প্রথমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এরপর নজরুলের সমাধিসৌধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানকে শ্রদ্ধা জানিয়ে অর্পণ করা হবে পুষ্পস্তবক। ত্রিশতম উৎসবে অংশ নেবেন বাংলাদেশের খ্যাতিমান এবং নবীন-প্রবীণ কবিসহ ভারত, নরওয়ে, সুইডেন, সেøাভাকিয়া, মরক্কো, তাইওয়ান ও নেপালের আমন্ত্রিত কবিরা। সোম ও মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসব। উদ্বোধনী আয়োজনে পরিবেশিত হবে উৎসব সঙ্গীত। এরপর চলবে সারাদেশ থেকে নিবন্ধিত কবিদের কবিতা পাঠ, কবিতা থেকে গানের পরিবেশনা, সেমিনারসহ নানা অধিবেশন। ত্রিশতম কবিতা উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত কবিরা তাঁদের দেশের প্রেক্ষাপটে ‘কবিতা মৈত্রীর ও কবিতা শান্তির’ বিষয়ে কথা বলবেন। স্বৈরাচারের বিরুদ্ধে এবং যুদ্ধাপরাধের বিচারের দাবি নিয়েই বাংলাদেশের কবিরা অব্যাহতভাবে গত তিন দশক ধরে সংগ্রাম চালিয়েছেন। এ কারণে প্রতিটি উৎসবে ব্যবহৃত হয়েছে ভিন্নধর্মী সেøাগান। চলমান সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কের দায়মোচন করছে জাতি। সেই প্রেক্ষাপটে এবারের সেøাগান ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’। এবারের উৎসবে অংশ নিচ্ছেনÑ ভারত, সুইডেন, নেপাল, নরওয়ে, সেøাভাকিয়া, মরক্কো ও তাইওয়ানের কবিরা। ভারতের বিভিন্ন প্রদেশের কবিদের মধ্যে রয়েছেনÑ বীথি চট্টোপাধ্যায়, সেবন্তী ঘোষ, আনসার উল হক, রাসবিহারী দত্ত, শংকর সাহা, মোহর চট্টোপাধ্যায়, দিলীপ দাস, যোগমায়া চাকমা, সঙ্গীতা দেওয়ানজী, আকবর আহমেদ ও চন্দ্রিমা দত্ত। এছাড়াও দেশটি থেকে অংশ নেবেনÑ প্রাবন্ধিক শংকরলাল ভট্টাচার্য এবং আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র ও অনিন্দিতা কাজী। সুইডেন থেকে অংশ নেবেনÑ কবি র্ল্সা হেগার, বেনত্্ বার্গ ও লত্তে সেদেরহোলম। নরওয়ে থেকে অংশ নেবেন এরলিং কিতেনসেন, সেøাভাকিয়া থেকে মিলান রিচার ও মরক্কো থেকে বেনাইসা বোমালা। তাইওয়ান থেকে অংশগ্রহণ করবেনÑ লী কুই-শিন, লীন ফো-অর, লী রিও-ইয়াং, ড. ফাং ইয়া-চীন, তাই চীন-চো ও চীন জিউ-জেন।
×