ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বন্ধুর বিচ্ছেদ!

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ জানুয়ারি ২০১৬

দুই বন্ধুর বিচ্ছেদ!

আরও এক বন্ধু বিচ্ছেদ! এবার শেষ হয়েই গেল আমুর আর তিমুরের সাড়া জাগানো সেই বন্ধুত্ব! আমুর আর তিমুরকে মনে আছে তো? সাইবেরিয়ান টাইগার আমুর আর পাহাড়ী ছাগল তিমুরের বন্ধুত্ব তো এক সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। হিসাব উল্টে দেয়া তাদের বন্ধুত্বের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছিল। সেই বন্ধুত্বের ইতি ঘটল গত শুক্রবার। ঝগড়াঝাটি, মারামারি করে আলাদা হলো তারা। খবর আনন্দবাজারের। বন্ধুত্বের শুরুটা হয়েছিল বেশ অদ্ভুতভাবে। সাইবেরিয়ার ‘ফার ইস্ট জু’র সাফারি পার্কে আমুরের খাবার হিসেবেই আনা হয়েছিল তিমুরকে। কিন্তু আমুরের এলাকায় ঢুকে ভয়ে পালাবার বদলে বিশাল বপু বাঘকেই ছোট্ট করে গুঁতিয়ে দেয় তিমুর। ওই এক গুঁতোতেই ম্যাজিক! পাল্টা আক্রমণ তো দূরের কথা, বিশালদেহী বাঘ আমুর রীতিমতো ভক্ত হয়ে যায় তিমুরের। সেই থেকে বন্ধুত্ব। তাদের একসঙ্গে খেলে বেড়ানো, বসবাসের ভিডিও হয়ে ওঠে সুপারহিট। সেই বন্ধুত্বের ‘কল্যাণে’ দিনে দিনে ফুলে ফেঁপে ঢোল হচ্ছিল তিমুর। ভুগছিল ওবেসিটিতে। তাহলে হঠাৎ এমন কী হলো, বন্ধুত্ব কিভাবে শত্রুতায় রূপ নিল? সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরেই আমুরকে ভীষণ জ্বালাতন করছিল তিমুর। যখন তখন ঝাঁপিয়ে পড়ছিল আমুরের ঘাড়ে। ইচ্ছামতো গুঁতোচ্ছিল, লাথি মারছিল। বন্ধুত্বের খাতিরে বেশকিছু দিন এ অত্যাচার সহ্য করে গেছে সাইবেরিয়ান টাইগার। শুক্রবার তার ধৈর্যের বাঁধ ভাঙ্গে। তবে বেশি কিছু করেনি। সবক শেখাবার জন্য প্রচণ্ড বিরক্তিতে তিমুরের ঘেঁটি চেপে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমুরের থাকার জায়গায় দ্রুত ঢুকে তিমুরকে সরিয়ে নিয়ে যান কর্মকর্তারা। এখন চিকিৎসা চলছে আহত তিমুরের। সাফারি পরিচালকের মতে, আশপাশে এক বাঘিনীর আগমন হওয়ায় আমুরের বন্ধুত্বে কয়েক দিন কিঞ্চিত টান পড়ছিল। আপাতত ঝুঁকি না নিয়ে দু’জনকে আলাদা রাখা হলেও, কর্তৃপক্ষের আশা ঝগড়া মিটিয়ে ফের একদিন কাছাকাছি আসবে আমুর আর তিমুর।
×