ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ী ও ছাত্র জখম

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ জানুয়ারি ২০১৬

কলাপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ী ও  ছাত্র জখম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ জানুয়ারি ॥ উপজেলার মহিপুর বন্দরে চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ী মনির খানকে বেধড়ক মারধর করা হয়েছে। তার মাথা ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে। মনির জানান, শাহিন সিকদার তার ওপর এ হামলা চালায়। এছাড়া কলাপাড়া পৌর শহরের হাই স্কুল মাঠে নিয়ে মোঃ বেলাল হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। মনির বৃহস্পতিবার বিকেলে এবং রাতে হামলার শিকার হন বেলাল। উভয়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মনির খানের বাবা সানু খান জানান, বৃহস্পতিবার বিকেলে গরু নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় শাহিন সিকদার মনির খানের ওপর হামলা চালায়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে দেয়। এ সময় মনির জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বেলাল হোসেনের বাবা জাহাঙ্গীর মাতুব্বর জানান, বেলাল পটুয়াখালী সরকারী কলেজের ছাত্র। সে ছুটিতে বাড়ি এসেছিল। বৃহস্পতিবার রাত নয়টার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা খেপুপাড়া হাই স্কুলের মাঠে নিয়ে বেলালকে রামদা দিয়ে কুপিয়ে বাম দিকের ঘাড়ের নিচে গুরুতর জখম করেছে। বেলাল চিৎকার দিলে পথচারীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে।
×