ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছিদ্দিক হত্যার দায়ে রংপুরে তিন আসামির ফাঁসি

প্রকাশিত: ০৫:২৭, ২৯ জানুয়ারি ২০১৬

ছিদ্দিক হত্যার দায়ে রংপুরে তিন আসামির ফাঁসি

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ কাঁচামাল ব্যবসায়ীকে হত্যার অভিযোগে রংপুরে তিন জনের ফাঁসি এবং এক জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোঃ কামরুজ্জামান এই আদেশ দেন। ফাঁসির আদেশ প্রাপ্তরা হলো পীরগাছা উপজেলার ছোট কল্যাণী এলাকার ফরহাদ হোসেন, নূর মোহাম্মদ মিয়া ও মোহাম্মদ আব্দুল। আর যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি হলো একই এলাকার আব্দুস সাত্তার। মামলার বিবরণ থেকে জানা গেছে, পীরগাছা উপজেলার ওই এলাকার কাঁচামাল ব্যবসায়ী সিদ্দিক হোসেনের স্ত্রী একই এলাকায় আব্দুস সাত্তারের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। সাত্তার সিদ্দিক হোসেনের স্ত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিত। ঘটনাটি স্ত্রী স্বামীকে জানালে এ নিয়ে সাত্তার ও সিদ্দিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সাত্তার সিদ্দিককে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার জের ধরে ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে সিদ্দিক হোসেনের লাশ পাওয়া যায়। বিষয়টি প্রথমে ধামাচাপা দিতে মামলাটি পীরগাছা থানায় ইউডি হিসেবে রেকর্ড করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে ৬ এপ্রিল পুলিশ বাদী হয়ে এটিকে হত্যা মামলায় রূপান্তর করে সিআইডিতে হস্তান্তর করে। ২০০৩ সালের সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।
×