ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানি দিয়ে চার্জ

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৬

পানি দিয়ে চার্জ

স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এসে গেল নতুন এক সমাধান। পানি দিয়ে চার্জ হবে স্মার্টফোন। আর এর জন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছেন। যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে এক ধরনের লবণাক্ত পানি। যা কিনা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতোই ফোনে চার্জ দেয়া যাবে এটি দিয়ে। নয়া এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছে জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলি এ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে আইফোন ৬এসের মতো ফোন সহজে চার্জ দেয়া যায়। এছাড়াও এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মতো ইলেক্ট্রনিক ডিভাইসও এটি দিয়ে চার্জ দেয়া যাবে। যদিও এখনও পর্যন্ত এই পাওয়ার কার্ডটি এখনও বাজারে আসেনি। তবে সংস্থার তরফ থেকে আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে এটি বাজারে পাওয়া যাবে। -ওয়েবসাইট
×