ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ সদস্যের মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

প্রকাশিত: ০৫:৩৫, ২৮ জানুয়ারি ২০১৬

৫ সদস্যের মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ পোশাক শিল্পের শ্রম অধিকার ও কারখানার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ৫ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল বুধবার ঢাকায় এসেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী প্রতিনিধি মাইকেল জে ডিলেনি। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তিন দিনব্যাপী ঢাকা সফরকালে পোশাক শিল্প খাতের টেকসই নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন মাইকেল জে ডিলেনি। তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তার সফরসঙ্গী রয়েছেন ইউএসটিআরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি সারা ফক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের পরিচালক মাইকেল ডোনোভান ও ব্রুস লেভিন এবং যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের সহকারী উপ আন্ডার সেক্রেটারি এরিক রিয়েল। ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা কারখানা ধসের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে পোশাক খাতের পরিবেশ ও শ্রম মান উন্নয়নে যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। যেটা বাংলাদেশের তৈরি পোশাক খাত ও নিটওয়্যার শিল্পের শ্রমিক অধিকার ও কারখানা নিরাপত্তার ক্রমাগত উন্নয়নের জন্য ‘নিবিড় ও টেকসই উন্নয়ন’ কর্মসূচী নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যেন এই কর্মসূচীর প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেয়া হয়। এই কর্মসূচীর অন্যতম উদ্দেশ্য হলো, বাংলাদেশের শ্রমিকদের শ্রম, স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় এবং যেন দেশের পোশাক খাতে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে। এই আলোচনায় সকলের লক্ষ্য থাকবে অগ্রগতির অর্জনগুলোকে নিয়ে ভবিষ্যত সম্ভাবনার দিকে আলোকপাত করা। একই সঙ্গে এটি পোশাক খাতের সকল টেকসই উন্নয়ন অংশীদারদের একত্রিত করবে এবং আগ্রহী অংশীদারদের জন্য বিভিন্ন আলোচনা সভার আয়োজন করবে। কূটনৈতিক সূত্র জানায়, এর আগে ২০১৪ সালের এপ্রিলে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী প্রতিনিধি মাইকেল জে ডিলেনি। তিনি সে সময় জানিয়েছিলেন জিএসপির শর্ত পূরণের জন্য শ্রম আইন সংশোধন ও কারখানা পরিদর্শক নিয়োগ করতে হবে। তবে বর্তমানে শ্রম আইন সংশোধন ও দুই শতাধিক কারখানা পরিদর্শক নিয়োগ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সে কারণে এখন বাংলাদেশ জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী। সে কারণে এবারের মাইকেল ডিলেনির ঢাকা সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
×