ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকাকে ৪৩ রানে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৪, ২৮ জানুয়ারি ২০১৬

দ. আফ্রিকাকে ৪৩ রানে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে এবার বাংলাদেশের লক্ষ্য শিরোপা জেতা। যেহেতু ঘরের মাটিতেই হচ্ছে যুব বিশ্বকাপ। তাই চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ যুবারা। সেই লক্ষ্যে প্রথম ম্যাচেই জয় মিলেছে। যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। একই দিন ফিজির বিপক্ষে ২৯৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড যুব দলও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ৭৩ রানে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৮.৪ ওভারে ১৯৭ রান করতেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট নেয়। চট্টগ্রামেই আরেকটি ম্যাচ হয়। এমএ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাট করে ইংল্যান্ড। ড্যান লরেন্সের ১৭৪ ও জ্যাক বার্নহ্যামের ১৪৮ রানের সঙ্গে দুইজনের ৩০৩ রানের রেকর্ড জুটিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৭১ রান করে ইংলিশরা। জবাব দিতে নেমে ৩ উইকেট করে নেয়া সাকিব মাহমুদ ও স্যাম কারেনের বোলিং তোপে ২৭.৩ ওভারে ৭২ রানেই অলআউট হয়ে যায় ফিজি। আজ চারটি ম্যাচ রয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারত ও আয়ারল্যান্ড এবং সিলেটে পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হবে। সিলেটে কানাডার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা ও ফতুল্লায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নেপাল। ১৬ দলের টুর্নামেন্ট হচ্ছে। চারটি গ্রুপে খেলা হচ্ছে। ‘এ’ গ্রুপ ও ‘সি’ গ্রুপের একটি করে ম্যাচ হয়ে গেছে। এবার অন্য গ্রুপগুলোর খেলা হওয়ার পালা। গ্রুপ ‘এ’তে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও স্কটল্যান্ড। গ্রুপ ‘বি’তে পাকিস্তানের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও কানাডা। গ্রুপ ‘সি’তে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও ফিজি। গ্রুপ ‘ডি’তে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেপাল। এই গ্রুপে ছিল অস্ট্রেলিয়াও। কিন্তু শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেয়। অসিদের স্থানে আয়ারল্যান্ড যুক্ত হয়। যুব বিশ্বকাপের ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি। সর্বমোট ৪৮টি ম্যাচ হবে। এর মধ্যে দুটি ম্যাচ শেষ হয়ে গেছে। ২০০৪ সালেও বাংলাদেশে অনুর্ধ-১৯ বিশ্বকাপ হয়। এক যুগ পর আবারও বাংলাদেশে টুর্নামেন্টটি হচ্ছে। ১৯৮৮ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ছোটদের এ বিশ্বকাপ। এখন পর্যন্ত মোট ১০ আসর হয়েছে। সর্বাধিক তিনবার করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া (১৯৮৮, ২০০২ ও ২০১০) ও ভারত (২০০০, ২০০৮ ও ২০১২)। পাকিস্তান ২০০৪ ও ২০০৬ সালে এবং দক্ষিণ আফ্রিকা (২০১৪) ও ইংল্যান্ড (১৯৯৮) একবার করে যুব বিশ্বকাপ জয় করে। বাংলাদেশ যুবদল ১৯৯৮ সালে প্রথমবার প্লেট চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৪ সালে ঘরের মাঠে, ২০১০ ও ২০১৪ সালেও প্লেট চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত মাত্র তিনবার গ্রুপ পর্ব পেরিয়ে সুপার লীগ খেলতে পেরেছে বাংলাদেশের যুবারা। সেরা সাফল্য ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন। এবার ঘরের মাটিতে খেলা বলে শিরোপা জয়ের আশা আছে। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই যাত্রা শুরুও করেছে বাংলাদেশ যুব দল।
×