ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি রোধে উন্নতি হয়নি ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ২৮ জানুয়ারি ২০১৬

দুর্নীতি রোধে উন্নতি হয়নি ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুর্নীতি কমাতে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেছেন, ডিজিটালাইজেশনের উদ্যোগ চলমান। ডিজিটালাইজেশন হওয়ার পর সিলেটের মদনমোহন কলেজের আয় ৮ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২ লাখ টাকা। তবে বৈশ্বিক দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি না হওয়ার বিষয়টি স্বীকার করলেন অর্থমন্ত্রী। একই সঙ্গে আর্থিক খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে টিআইবির প্রতিবেদন মেনে নিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে তেমন কোন উন্নতি হয়নি বলেই আমার ধারণা। এই ব্যাপারটা নিয়ে আমি কথাও বলতে চাই না। দুর্নীতির ব্যাপারটাতে আমরা টাচ-ই করতে পারিনি। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে টিআইবির প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী। সব ধরনের দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমার ইনিশিয়েটিভ কন্টিনিউয়িং ডিজিটালাইজেশন। আর্থিক খাতের কারণে দুর্নীতির সূচকে ইতিবাচক অগ্রগতি নেই বলে টিআইবির পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, সেটা হতে পারে। অর্থমন্ত্রী বলেন, হলমার্কসহ বিভিন্ন ঘটনায় সরকারের পদক্ষেপগুলোও বিবেচনা করতে হবে। আর্থিক কেলেঙ্কারির কারণে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের পর্যায়ের কাউকে এর আগে কখনই আইনের আওতায় আনা হয়নি। ব্যাংকের নাম উল্লেখ না করে মুহিত বলেন, একটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) প্রতিবছর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের দুর্নীতির মাত্রা প্রকাশ করে। বুধবার সকালে প্রকাশিত তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ বিশ্বের ১৬৮টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগের বছর ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
×