ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাহরাইন সফর শেষে বিমান বাহিনী প্রধান ফিরেছেন

প্রকাশিত: ০৪:১৬, ২৭ জানুয়ারি ২০১৬

বাহরাইন সফর শেষে বিমান বাহিনী প্রধান ফিরেছেন

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি তিন দিনের সরকারী সফর শেষে রবিবার বাহরাইন হতে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বাহরাইনে অনুষ্ঠিত ২০১৬ বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ার শো বিয়াস এবং মানামা এয়ার পাওয়ার সিম্পোজিয়াম ম্যাপস-এ অংশগ্রহণ করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান বাহরাইনের রাজকীয় বিমান বাহিনীসহ বিভিন্ন দেশের উর্ধতন সামরিক কর্মকর্তাগণের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। -আইএসপিআর কর্মকর্তা-কর্মচারীদের ৩০ ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা চসিক মেয়রের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অস্থায়ী সেবকসহ কর্মকর্তা-কর্মচারীদের ৩০ ভাগ বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মঙ্গলবার নগর ভবনের কেবি আব্দুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত সেবক সমাবেশে মেয়র এ ঘোষণা দেন। আ জ ম নাছির উদ্দিন বলেন, আমার কাছে দাবি উত্থাপনের প্রয়োজন নেই, আমি বিবেক দ্বারা পরিচালিত হই। সরকার যে সময় থেকে পে-স্কেল কার্যকর করেছে, সেই সময় থেকেই অস্থায়ীদের বর্ধিত বেতন কার্যকর হবে। মেয়র আরও বলেন, সেবকদের ওপর সিটি কর্পোরেশনের সুনাম নির্ভর করে। অনেক কঠিন, দুরূহ ও পরিশ্রমী কাজে সেবকগণ নিয়োজিত। তাদের শ্রম ও ঘামের ওপর নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নির্ভর করে।
×